রুশ বিমানবন্দরে ‘আল্লাহ-হু-আকবর’ স্লোগান, ভাঙচুর! মুসলিমদের উপর ক্ষেপে লাল পুতিন

Published On:

বাংলা হান্ট ডেস্ক: মধ্যরাতে রাশিয়ার (Russia) দাগেস্তানের (Dagestan) বিমানবন্দরে প্যালেস্তাইনের (Palestine) সমর্থনে জনতার হট্টগোল! আল্লাহ-হু-আকবর (Allahu Akbar) স্লোগান দেওয়ায় ক্ষুব্ধ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। কার্যত রাশিয়ার ওই বিমানবন্দর (Airport) নিজেদের দখলে নিয়ে নেয় উন্মত্ত জনতা।

রাশিয়ার অভ্যন্তরে অশান্তি ছড়ানোর জন্য পশ্চিমী দেশগুলিকে এবং ইউক্রেনকে (Ukraine) কাঠগড়ায় তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। রবিবার রাশিয়ার দাগেস্তান প্রদেশের মাখচকালা বিমানবন্দরে ঢুকে সশস্ত্র দুষ্কৃতীরা হামলা চালায়। ওইদিন বিকেলে হঠাৎই মুসলিম (Muslim) সংখ্যাগরিষ্ঠ দাগেস্তানে গুজব রটে ইজরায়েলের (Israel) তেল আভিভ থেকে একটি বিমান মাখচকালায় অবতরণ করেছে। এরপরই প্রায় হাজার বিক্ষোভকারী ইহুদিদের (Yehudi) খোঁজে বিমানবন্দরে হামলা চালায়। তাদের হাতে ছিল প্যালেস্তাইনের পতাকা এবং ইজরায়েল বিরোধী পোস্টার।

এদিকে এরপরই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) দপ্তরের তরফে একটি বিবৃতি জারি করা হয়। বলা হয়, ‘ইজরায়েল আশা করে রাশিয়ার সরকার সব ইজরায়েলি নাগরিক এবং ইহুদি ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করবে। হিংসায় উস্কানিদাতা ও দাঙ্গাবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।’

dagestan airport

এরপরই এই নিয়ে মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট। পুতিন বলেন, ‘ইউক্রেন এবং পশ্চিমী দেশগুলি রাশিয়ার অভ্যন্তরে অশান্তি ছড়াচ্ছে।’ এদিকে সোমবার দাগেস্তান জুড়ে দফায় দফায় তল্লাশি চালায় রুশ পুলিশ। প্রায় ৭০ জন সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।

সম্পর্কিত খবর

X