লাইট বন্ধ করে প্রদীপ না জ্বালানোর কারণে ধারাল অস্ত্র দিয়ে আক্রমন, আহত পরিবারের ৪ সদস্য

জিন্দ জেলার একটি গ্রামের একই বাড়িতে থাকা চারজনের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার একটা ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে ওই বাড়ীর চারজন রবিবার রাত নয়টা সময় আলো জ্বলে রেখে প্রদীপ জ্বালায়। আর সেই কারণেই তাদের ওপর আক্রমণ করা হয়।

আহত ওয়াসির খান জানান, এসময় তার বাড়িতে একটা হালকা ছোটা বাতি জ্বলছিল । এ ছাড়া বাড়ির সমস্ত বাতি জ্বালিয়ে বাচ্চারা ছাদে প্রদীপ জ্বলাছিল। আর সবার মতন তারাও প্রদীপ জ্বালিয়ে রেখেছিলো। তিনি অভিযোগ করেন যে এই সময় সঞ্জয় নামক একজন এসে লাইট বন্ধ না করায় তাকে গালি দিতে শুরু করেন।

 

IMG 20200407 WA0050

এরপরেও ওই চারজন কিছু বলেনি। পরে তাদের মধ্যে অশান্তি হয় সকালে তাদের ওপর হামলা হয়। ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করা হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে শোনা যায় ওই চার জন নাকি মুসলিম ছিলেন। শুক্রবার ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী দেশবাসীর কাছে এই বিশেষ আবেদন জানিয়েছেন।

আগামী রবিবার ৫ তারিখ সবাই মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে অন্তত ৫ মিনিট থাকার অনুরোধ করেছেন। টুইটারে একটি ব্যাখ্যা দিয়েছিলেন তিনি। কিন্তু এরপরে আমরা নানা অসামাজিক ঘটনা দেখেছি।

সম্পর্কিত খবর