বাংলা হান্ট ডেস্কঃ একবছর পর লোকসভা নির্বাচন। তার আগেই মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে বড় মন্তব্য করলেন আরএসএস (RSS) সুপ্রিমো মোহন ভাগবত (Mohan Bhagwat)। মুসলিমদের ভারতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে তারা বড় বড় কথা বলা ছাড়ুক, আধিপত্যের ভাবনা ছাড়ুক। ঠিক এমন সুরেই মুসলিমদের তোপ দাগলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
এদিন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের মুখপত্ৰ ‘অর্গানাইজার’ এবং ‘পাঞ্চজন্য’-য় একটি সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন প্রবীণ আরএসএস নেতা। সেখানেই এহেন মন্তব্য করেন তিঁনি। তবে মুসলিমদের নিয়ে এই মন্তব্য করলেও LGBTQ অধিকারের প্রতি অবশ্য সংঘের সমর্থনের কথা ঘোষণা করেছেন ভাগবত। এলজিবিটিকিউ+ গোষ্ঠীর মানুষদের প্রতি পূর্ণ সমর্থন আছে বলেই জানিয়েছেন তিঁনি।
সাক্ষাৎকারে ঠিক কী বললেন RSS প্রধান? এদিন তিঁনি বলেন , “এরকম মানুষ আগেও ছিল, যতদিন মানুষের অস্তিত্ব রয়েছে.. এটা একটা যৈবিক বিষয় । জীবনের একটা বিশেষ দিক। আমরা তাদের একটা নিজস্ব ব্যক্তিগত জায়গা দিতে চাই। তারাও সমাজের একটা অংশ। এটা একটা সাধারণ ব্যাপার । আমাদের এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই প্রচার করতে হবে কারণ, অন্য সব দিক দিয়ে এটা সমাধানের চেষ্টা বৃথা হবে । ”
পাশাপাশি তাঁর বক্তব্য “হিন্দুস্থান যেন হিন্দুস্থানই থাকে”। তাঁর এই উক্তিতে পাল্টা আক্রমণ করে কপিল সিবাল (Kapil Sibal) টুইট করে লিখেছেন ,”ভাগবত বলেছেন, হিন্দুস্থান হিন্দুস্থানই থাকবে। এতে রাজি। কিন্তু মানুষকেও মানুষ থাকতে হবে।
Bhagwat :
“ Hindusthan should should remain Hindusthan “
Agree
But:
Insaan should remain Insaan
— Kapil Sibal (@KapilSibal) January 11, 2023
এদিন অন্য একটি প্রসঙ্গে আরএসএস তিঁনি বলেন , “বিগত ১০০০ বছর ধরে হিন্দু সমাজ বিদেশি আগ্রাসন এবং তার প্রভাব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। এই কারণে সংঘ তার সমর্থন জানিয়েছে এবং অন্যরাও। অনেকেই এ বিষয়ে কথাও বলেছেন। এই সব কারণে হিন্দু সমাজ জেগে উঠেছে। তাই যাঁরা যুদ্ধ করে যাচ্ছে দিনের পর দিন ধরে, তাঁরা আগ্রাসী মনোভাবের হবে, এটা স্বাভাবিক।”
অন্যদিকে “হিন্দুত্ব কী”? এই প্রসঙ্গে তিঁনি আরও বলেন, “হিন্দু আমাদের পরিচয়, আমাদের জাতীয়তাবাদ, আমাদের সভ্যতার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের জন্য আমরা প্রত্যেককে আপন করে থাকি। আমরা কখনও বলি না, আমাদের সবকিছু একমাত্র সত্যি এবং অন্যদের সব মিথ্যে। আপনারা আপনাদের জায়গায় সত্য, আমি আমার জায়গায় । যুদ্ধ কেন করব ? আমরা একসঙ্গে এগিয়ে যাই, এটাই হিন্দুত্ব।”