কৃষক আন্দোলনে সম্প্রীতির বার্তা, নামাজ পড়লেন মুসলিমরা, ঢাল হয়ে দাঁড়াল শিখ যুবকরা

বাংলা হান্ট ডেস্ক: বিতর্কিত কৃষি আইনের [Farm law] বিরোধিতায় প্রায় দুই সপ্তাহ ধরে দিল্লি সীমান্তে ধর্নায় বসেছেন পঞ্জাব, হরিয়ানার কৃষকরা। প্রত্যেক বিরোধী রাজনৈতিক দলগুলিও কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছে। সীমান্তে এই কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে ধর্নায় অংশ নিয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষরাও। সম্প্রতি সেই ধর্নাস্থলের একটি ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে রাস্তার ওপর বসে নামাজ পড়ছেন মুসলিমরা। আর তাদের চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে শিখ যুবারা।

সোশ্যাল মিডিয়ায় দুই সম্প্রদায়ের মানুষের এই সম্প্রীতির ভিডিওই রীতিমত ভাইরাল। ওই ভিডিওটি সবার আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রাণা আয়ুব নামে এক ব্যক্তি। ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্যকেই সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে ওই ভিডিওতে, মনে করছে নেটিজেনদের একাংশ। দেশে ক্রমশ বেড়ে চলা ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে এক হয়ে লড়াই করার আহ্বানও জানিয়েছেন কেউ কেউ।

https://platform.twitter.com/widgets.js

উল্লেখ্য, কেন্দ্রের আনা নতুন কৃষি আইনের বিরোধিতায় ২৭ নভেম্বর থেকে দিল্লি সীমান্তে ধর্নায় বসেছেন পঞ্জাব, হরিয়ানার কৃষকরা। তার আগে দু’মাস তারা নিজের রাজ্যেও বিক্ষোভ করেছেন। সমস্যা দূর করতে ইতিমধ্যেই সরকার পক্ষের সঙ্গে কৃষক সগঠনের নেতাদের পাঁচ রাউন্ড বৈঠক হয়েছে। যদিও সেসব ফলপ্রসূ হয়নি। আগামীকাল ফের একবার হবে বৈঠক। যদিও এসবের মাঝেই আজ ভারত বন্‌ধ [Bharat Bandh] ডাকে কৃষকরা।

সম্পর্কিত খবর