চড়া দামে বিকোচ্ছে চিকেন! মাটন কিনতে কত হবে খরচ জানেন? বাজারে গেলেই পকেটে পড়বে টান

বাংলাহান্ট ডেস্ক : পুজোর মুখে আকাশ ছোঁয়া মুরগি-পাঁঠার মাংসের দাম। গতকাল অর্থাৎ রবিবার রাজ্যের একাধিক বাজারে রেকর্ড হারে বিক্রি হয়েছে মুরগির মাংস ও পাঁঠার মাংস। খাসির মাংসের পাশাপাশি লাফিয়ে বেড়েছে মুরগির মাংসের দাম। রবিবার ছুটির দিন মানেই বাঙালির পাতে মুরগি-পাঁঠার বিভিন্ন আইটেম। কিন্তু সকাল সকাল বাজারে পৌঁছেই রীতিমত ছ্যাঁকা খেতে হল আম বাঙালিকে। 

মুরগির দাম শুনে রীতিমত চোখে সর্ষে ফুল দেখেছেন অনেকে। এমনিতেই মুরগির দাম ২০০ টাকা কেজি ছাড়িয়ে গেলে চিন্তার ভাঁজ পড়ে আমাদের কপালে। কিন্তু গতকাল শহরের বিভিন্ন বাজারে মুরগি বিক্রি হয়েছে ২৩০-২৪০ টাকা কেজি দরে। কলকাতা ছাড়াও ২০০ টাকা কেজি উপর দরে মুরগি বিক্রি হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ-সহ প্রায় জেলাতেই।

আরোও পড়ুন : বড় খবর! চড়চড়িয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম, এবার কী বাড়বে পেট্রোল-ডিজেলের মূল্যও?

রবিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় এক কেজি মুরগির মাংস বিক্রি হয়েছে ২৪০ টাকা কেজি দরে। গোটা মুরগির দাম ছিল প্রায় ১৬০ টাকা কেজি। অন্যদিকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে দেশী মুরগি। মুরগির পাশাপাশি ব্যাপক হারে দাম বৃদ্ধি হয়েছে খাসিরও। ৭৫০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খাসির মাংস। ফলে, মাটন খাওয়ার আগে দশবার ভাবতে হচ্ছে আমজনতাকে।

238334 untitled 1

মাংসের পাশাপাশি মাছ কিনতে গিয়েও ছ্যাঁকা খেতে হচ্ছে বাঙালিকে। কাতলা মাছ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে। ৫০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে ভেটকি মাছ। অন্যদিকে, বাঙালির আরো দুই প্রিয় মাছ ইলিশ ও চিংড়িও বিকোচ্ছে চড়া দামে। ৫০০- ১৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। ৭০০ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে গলদা চিংড়ি। ৪৫০-৫০০ টাকা প্রতি কেজিতে পাওয়া যাচ্ছে বাগদা চিংড়ি।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর