বড় খবর! চড়চড়িয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম, এবার কী বাড়বে পেট্রোল-ডিজেলের মূল্যও?

বাংলা হান্ট ডেস্ক: ইজরায়েলে (Israel) হামাসের (Hamas) আকস্মিক হামলার পর সোমবার অপরিশোধিত তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে যে, সোমবারে একদম প্রথম দিকেই তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে। দুপুর ১২ টা ৩০ মিনিট নাগাদ ব্রেন্ট ক্রুডের ব্যারেল প্রতি দাম ৩.১২ শতাংশ বৃদ্ধি পেয়ে অর্থাৎ ২.৬৪ ডলার বৃদ্ধির সাথে ৮৭.২২ ডলারে ট্রেড করছিল।

অপরদিকে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (WTI) ব্যারেল প্রতি দাম ৩.৫০ শতাংশ বা ২.৯০ ডলার বৃদ্ধি পেয়ে ৮৫.৬৯ ডলারে পৌঁছেছে। এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় জিওপলিটিক্যাল রিস্ক বৃদ্ধি পাওয়ায় তেলের দামেও উত্থান ঘটেছে। পাশাপাশি, ভবিষ্যতে এই দামে আরও তারতম্য পরিলক্ষিত হতে পারে বলেও জানিয়েছেন তাঁরা।

Crude oil prices are increasing

উল্লেখ্য যে, এর আগে গত সপ্তাহে অপরিশোধিত তেলের দাম হ্রাস পেয়েছিল। যা গত মার্চের পর থেকে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন ছিল। মূলত, গত সপ্তাহে, ব্রেন্ট ১১ শতাংশ এবং WTI-এর দাম ৮ শতাংশ হ্রাস পায়। হাই ইন্টারেস্ট রেট এবং গ্লোবাল ডিমান্ডের ওপর ভর করে অপরিশোধিত তেলের দামে পতন ঘটে। কিন্তু হামাসের আচমকাই ইজরায়েলে হামলার পর সামগ্রিক বিষয় পরিবর্তিত হয়েছে। উল্লেখ্য যে, গত শনিবার ইজরায়েলি শহরগুলিতে হামাস হামলা চালিয়ে কয়েকশ মানুষকে হত্যা করেছে। এর প্রতিক্রিয়ায় ইজরায়েলও প্রত্যুত্তর দিচ্ছে। পাশাপাশি, এই যুদ্ধ ইরান ও সৌদি আরবকেও প্রভাবিত করতে পারে। যার ফলে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন: সারাজীবনেও কামাতে পারবেন না এত, আম্বানির পুত্রবধূর পড়াশোনার খরচ জানলে আঁতকে উঠবেন

কি জানালেন মন্ত্রী: এদিকে এই বিষয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, তেলের দাম বৃদ্ধি ভারতের জন্য উদ্বেগজনক। তিনি বলেন, তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের বেশি হওয়া উচিত নয়। তেলের দাম ওই সীমার ওপরে পৌঁছলে মুদ্রাস্ফীতি বাড়বে এবং আবারও ২০০৮ সালের মতো পরিস্থিতি তৈরি হবে। পাশাপাশি, গ্লোবাল রিকভারির জন্যও তেলের দাম খুবই গুরুত্বপূর্ণ। উল্লেখ্য যে, ২০০৮ সালে লেম্যান ব্রাদার্স সঙ্কটের কারণে, তেলের দাম রেকর্ড মাত্রায় পৌঁছেছিল। পাশাপাশি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গত বছরের মার্চ মাসে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১৩৯ ডলারে পৌঁছেছিল।

আরও পড়ুন: গরু-মহিষ সামলাতে পারলেই মিলবে সরকারি চাকরি! রয়েছে বিপুল শূন্যপদ, এভাবে করতে হবে আবেদন

তবে, গত বছরের মে মাস থেকে ভারতে পেট্রোল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন হয়নি। এদিকে, নির্বাচনের আবহে পেট্রোল ও ডিজেলের দাম কমতে পারে বলে আশা করা হয়েছিল। কিন্তু, বর্তমানে সেটার সম্ভাবনা আর দেখা যাচ্ছে না। বর্তমানে দিল্লিতে পেট্রোলের দাম হল প্রতি লিটারে ৯৬.৭২ টাকা এবং ডিজেলের দাম হল প্রতি লিটারে ৮৯.৬২ টাকা। এদিকে, মুডি’স ইনভেস্টরস সার্ভিস একটি রিপোর্টে জানিয়েছে, অপরিশোধিত তেলের দাম বাড়লেও পেট্রোল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন হবে না। যদিও, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ফলে সরকারি অয়েল মার্কেটিং কোম্পানিগুলির মার্জিন কিছুটা প্রভাবিত হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর