সারাজীবনেও কামাতে পারবেন না এত, আম্বানির পুত্রবধূর পড়াশোনার খরচ জানলে আঁতকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের শ্রেষ্ঠ ধনকুবের হিসেবে বিবেচিত হচ্ছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তিনি তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রায় সবসময়ই খবরের শিরোনামে থাকেন। শুধু তাই নয়, আম্বানি পরিবারের সদস্যরাও সবসময় থাকেন লাইমলাইটে। মূলত, তাঁদের বিলাসবহুল গাড়ি-বাড়ি সহ রাজকীয় জীবনযাপন এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতেও আগ্রহ প্রকাশ করেন অনেকেই।

মুকেশ ও নীতা আম্বানির তিনজন সন্তান রয়েছে। দুই ছেলে আকাশ ও অনন্ত এবং এক মেয়ে ইশা আম্বানি। বড় ছেলে আকাশ আম্বানি বিয়ে করেছেন শ্লোকা মেহতাকে। ২০১৯ সালের ৯ মার্চ আকাশ ও শ্লোকার বিবাহ সম্পন্ন হয়। এদিকে, শ্লোকাও তাঁর বিলাসবহুল জীবনযাপনের জন্য আলোচনায় থাকেন। এমতাবস্থায়, আজ আমরা শ্লোকার বিষয়ে আপনাদের কাছে এমন একটি তথ্য উপস্থাপিত করব যেটি জানার পর অবাক হবেন প্রত্যেকেই।

You will be shocked to know the education expenses of Mukesh Ambani's daughter-in-law

মূলত, শ্লোকার পড়াশোনার জন্যই কোটি কোটি টাকা খরচ হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আম্বানির পুত্রবধূ শ্লোকা মেহতা বিশ্বমানের শিক্ষা অর্জন করেছেন। তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিকাল সায়েন্স থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পড়াশোনা করেন ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলেও: ২০০৯ সালে, শ্লোকা মেহতা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা শেষ করেন। স্কুল জীবন থেকেই আকাশ আম্বানির সঙ্গে তাঁর বন্ধুত্ব। সেখানে বার্ষিক ফি-এর পরিমাণ ছিল ৭০,০০০ টাকা।

আরও পড়ুন: ১৩ বছরের মধ্যে দাম পৌঁছেছে সর্বোচ্চে! এবার উৎসবের মরশুমে চিনি কিনতে গিয়ে পকেটে পড়বে টান

উচ্চ শিক্ষার জন্য পাড়ি দেন আমেরিকায়: শ্লোকা আমেরিকা থেকে উচ্চশিক্ষা অর্জন করেছেন। সেখানে তিনি নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান। রিপোর্ট অনুযায়ী, সেখানে বার্ষিক ফি-এর পরিমাণ ছিল ৬৫ লক্ষ টাকা।

আরও পড়ুন: UPSC-তে হয়েছিলেন ৩ বার ব্যর্থ! পরিবারের সমর্থন পেয়ে চতুর্থবারে বাজিমাত করে IAS হলেন প্রিয়দর্শিনী

লন্ডন থেকে করেছেন মাস্টার্স: আমেরিকা থেকে স্নাতক হওয়ার পর, শ্লোকা লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিকাল সায়েন্স থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিকাল সায়েন্সের বার্ষিক ফি-এর পরিমাণ হল প্রায় ২১ লক্ষ টাকা।

You will be shocked to know the education expenses of Mukesh Ambani's daughter-in-law

প্রসঙ্গত উল্লেখ্য যে, শ্লোকা ব্যবসার পাশাপাশি সামাজিক কাজের সঙ্গেও প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন। বিজনেস কোম্পানি শুরু করার পর থেকে শ্লোকা সমাজসেবায় সক্রিয় রয়েছেন। কানেক্ট ফর নামে একটি কোম্পানি লঞ্চ করেছিলেন শ্লোকা। এই কোম্পানির মাধ্যমে তিনি সারা দেশে NGO-দের সহায়তা করেন। NGO-গুলির সাহায্যে আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন এমন মানুষদের শিক্ষা, খাদ্য ও বাসস্থান উপলব্ধ করা হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর