UPSC-তে হয়েছিলেন ৩ বার ব্যর্থ! পরিবারের সমর্থন পেয়ে চতুর্থবারে বাজিমাত করে IAS হলেন প্রিয়দর্শিনী

বাংলা হান্ট ডেস্ক: জীবনে চলার পথে আমাদের প্রত্যেককেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি কিছু কিছু ক্ষেত্রে সেইসব সমস্যা থেকে বেরিয়ে আসার পথও থাকে অনেকটাই জটিল। যদিও, সেইসময়ে পরিবারের সদস্যদের সমর্থন পাওয়া গেলে বজায় থাকে আত্মবিশ্বাস। যার ফলে সামগ্রিকভাবে লড়াই করাটাও হয়ে যায় সহজ। বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই এক লড়াকু মহিলার প্রসঙ্গ উপস্থাপিত করব। যিনি একের পর এক ব্যর্থতার সম্মুখীন হয়েও নিজের লক্ষ্যে অবিচল থেকে স্বপ্নপূরণ করেছেন এবং এখন একজন IAS (Indian Administrative Service) অফিসার হয়ে দক্ষতার সাথে নিজের দায়িত্ব সামলাচ্ছেন।

মূলত, আজ আমরা আপনাদের কাছে পূজ্য প্রিয়দর্শিনীর সফলতার কাহিনি তুলে ধরব। যিনি, UPSC পরীক্ষায় তিনবার ব্যর্থ হলেও চতুর্থবারে বাজিমাত করে ফেলেন। IAS অফিসার পূজ্য প্রিয়দর্শিনী ২০১৮ সালে UPSC পাশ করেন। তাঁর সর্বভারতীয় স্থান ছিল ১১। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রী রাম কলেজ অফ কমার্স থেকে বি.কম করেছেন। এরপরই শুরু হয় তাঁর UPSC-র প্রস্তুতি। কিন্তু প্রথম চেষ্টায় UPSC-তে ব্যর্থ হন প্রিয়দর্শিনী। তারপরে তিনি নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স কোর্সে ভর্তি হন।

কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি একটি কোম্পানিতে দু’বছর চাকরিও করেন। তবে, IAS হওয়ার স্বপ্ন ছাড়েননি তিনি। চাকরির সাথে সাথেই চলতে থাকে প্রস্তুতি। তিনি ২০১৩ সালে প্রথমবার UPSC পরীক্ষা দিয়েছিলেন। পরবর্তী পরীক্ষা তিনি ২০১৬ সালে দেন। যদিও, দ্বিতীয় প্রচেষ্টায় ইন্টারভিউ রাউন্ডে পৌঁছেও সফল হননি প্রিয়দর্শিনী।

আরও পড়ুন: কিছুতেই মিটছেনা সমস্যা! এবার ৯২২ কোটির ট্যাক্স নোটিশ পেলেন ঋণে ডুবে থাকা আম্বানি

তারপর প্রিয়দর্শিনী ২০১৭ সালে তৃতীয়বার এই পরীক্ষা দেন। কিন্তু, সেবারে তিনি প্রিলিম ক্লিয়ার করতে পারেননি। তখন তিনি ভেবেছিলেন হয়তো তাঁর UPSC-র সফর শেষ হয়েছে। এমনকি, তিনি প্ল্যান বি নিয়েও ভাবতে শুরু করেন। উল্লেখ্য যে, প্রিয়দর্শিনীর স্বপ্ন ছিল IAS হওয়ার কিন্তু তিনি সবসময় প্ল্যান বি নিয়েও ভাবতেন।

আরও পড়ুন: এবার ১৯,৩৩৬.৪৯ কোটির ক্ষতির সম্মুখীন আম্বানি! লাভের অঙ্কে সবথেকে এগিয়ে টাটা

এদিকে, প্রিয়দর্শিনী যখন UPSC ছেড়ে অন্য কিছু করার কথা ভেবেছিলেন, তখন তাঁর পরিবার চেয়েছিল যাতে তিনি ওই লড়াই চালিয়ে যান। পাশাপাশি, পরিবার তাঁর পাশেও দাঁড়ায়। শেষ পর্যন্ত প্রিয়দর্শিনী ফের পূর্ণ উদ্যমে চেষ্টা করেন এবং চতুর্থ প্রচেষ্টায় দুর্দান্ত সাফল্য পেয়ে যান।

Success Story Of Pujya Priyadarshni

দিয়েছেন এই পরামর্শ: এদিকে, UPSC পরীক্ষার্থীদের প্রতি প্রিয়দর্শিনীর পরামর্শ হল, প্রতিদিন খবরের কাগজ পড়া উচিত। এছাড়াও, তিনি কঠোর পরিশ্রমের পাশাপাশি ধৈর্যের বিষয়টিকেও গুরুত্ব দিয়েছেন। ভালো প্রস্তুতি নিলে পরীক্ষায়ও ভালো হবে বলে তিনি বিশ্বাস করেন। তবে, ব্যর্থ হলে ভেঙে না পড়ে ভুলগুলি সংশোধন করে পরবর্তী প্রচেষ্টার জন্য প্রস্তুত হওয়ার বিষয়টিও জানিয়েছেন তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর