কিছুতেই মিটছেনা সমস্যা! এবার ৯২২ কোটির ট্যাক্স নোটিশ পেলেন ঋণে ডুবে থাকা আম্বানি

বাংলা হান্ট ডেস্ক: প্রবল ঋণের মধ্যে জর্জরিত অনিল আম্বানির (Anil Ambani) সময়টা আদৌ ভালো যাচ্ছে না। জানা গিয়েছে, এবার তাঁর কোম্পানি রিলায়েন্স ক্যাপিট্যালের (Reliance Capital) সাবসিডিয়ারি সংস্থা রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি GST-র তরফে একটি নোটিশ পেয়েছে। মূলত, ডিরেক্টরেট জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন্স ৯২২.৫৮ কোটি টাকার জন্য বেশ কয়েকটি কারণে নোটিশ পাঠিয়েছে।

সবচেয়ে বড় বিড করেছে হিন্দুজা গ্রুপ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে,  নোটিশটি এমন একটা সময়ে ওই কোম্পানিকে দেওয়া হয়েছে যখন রিলায়েন্স ক্যাপিটাল বর্তমানে NCLT প্রক্রিয়া মাধ্যমে ঋণ সমাধানের মধ্য দিয়ে যাচ্ছে। পাশাপাশি, এই সময়ে হিন্দুজা গ্রুপ এটির জন্য সবচেয়ে বড় বিড করেছে বলেও জানা গিয়েছে।

922 crore tax notice for Ambani who is in debt

DGGI থেকে মিলেছে ৪ টি নোটিশ: সূত্রের মতে, কোম্পানিটি ডিরেক্টরেট জেনারেল অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ইন্টেলিজেন্স (DGGI) থেকে চারটি নোটিশ পেয়েছে। যেগুলিতে পুনঃবীমা এবং সহ-বীমার মতো পরিষেবা থেকে আয়ের জন্য যথাক্রমে ৪৭৮.৮৪ কোটি টাকা, ৩৫৯.৭০ কোটি টাকা, ৭৮.৬৬ কোটি টাকা এবং ৫.৩৮ কোটি টাকার GST দাবি করা হয়েছে।

আরও পড়ুন: এবার ১৯,৩৩৬.৪৯ কোটির ক্ষতির সম্মুখীন আম্বানি! লাভের অঙ্কে সবথেকে এগিয়ে টাটা

দিতে হবে এই তথ্য: এদিকে, ট্যাক্স এক্সপার্টদের মতে, RGIC-এর নিরীক্ষকদের গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ত্রৈমাসিক ফলাফলে একটি আনুষঙ্গিক দায় হিসাবে এই অর্থের তথ্য দিতে হবে। উল্লেখ্য যে, RGIC NCLT-তে ঋণ সমাধান প্রক্রিয়ার সম্মুখীন হচ্ছে।

আরও পড়ুন: একদম ঠিকঠাক কাজ করে সূর্যের দিকে এগোচ্ছে আদিত্য-L1! বড় তথ্য সামনে আনল ISRO

প্রভাবিত হবে কোম্পানির ভ্যালুয়েশন: এদিকে, ব্যাঙ্কাররা জানিয়েছেন যে, ফ্রেস ডিমান্ডের ফলে কোম্পানির ভ্যালুয়েশন প্রভাবিত হবে। উল্লেখ্য যে, হিন্দুজা গ্রুপ কোম্পানির জন্য ইতিমধ্যেই ৯,৮০০ কোটি টাকার নগদ অফার করেছে। এদিকে, কোম্পানিটি ২২,০০০ কোটি টাকার ঋণখেলাপি হওয়ার পরে ২০২১ সালের নভেম্বরে রিলায়েন্স ক্যাপিটালকে ঋণ সমাধানের জন্য পাঠানো হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর