বিনিয়োগে জাদু! নিয়মিত মাসিক SIP-এ ১ কোটি পেতে কত টাকা প্রয়োজন? দেখে নিন হিসেব

Updated on:

Updated on:

Mutual Fund want to be a millionaire do you know how much you should save per month
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন। সেই ক্ষেত্রে প্রতিমাসে আপনাকে নিয়মিত বিনিয়োগ করে যেতে হবে। এই বিনিয়োগের ফলেই আপনি পাবেন সুফল। জেনে নিন ঠিক কিভাবে প্রতিমাসে বিনিয়োগ করলে আপনি এক কোটি টাকা জমাতে পারবেন নিমিষেই (Mutual Fund)। আজকে প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হল।

কোটিপতি হতে চান! মাসে কত রাখবেন জানেন? (Mutual Fund)

টাকা পয়সা মানুষের ভীষণ বড় সাপোর্টের জায়গা। সেখানে দাঁড়িয়ে সরাসরি শেয়ারবাজারে বিনিয়োগে ঝুঁকি নিতে অনেকেই চান না। এবার এই শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে আপনি টাকা বিনিয়োগ করতে পারেন মিউচুয়াল ফান্ডে (Mutual Fund)। কারণ আপনি যদি আগামী ১০ বছরে ১ কোটি টাকা জমানোর আর্থিক লক্ষ্য থাকে, তাহলে আপনার জন্য প্রয়োজনীয় SIP পরিমাণ বাড়াতে হবে। পাশাপাশি রিটার্ন যত বেশি হবে, মাসিক এসআইপি (SIP)এর প্রয়োজন তত কমবে।

Mutual Fund want to be a millionaire do you know how much you should save per month

আরও পড়ুন: চুলের গোড়া মজবুত ও দ্রুত লম্বা করতে সজনে রস নাকি পাউডার কোনটি ভালো? জানুন বিশেষজ্ঞদের মতামত

অর্থাৎ সে ক্ষেত্রে  ১ কোটি টাকার মাইলফলক পৌঁছতে আপনাকে প্রতিমাসে কত টাকা বিনিয়োগ করতে হবে তার বিশদে একটি বিবরণ দেওয়া হল। এবার ধরে নিন যে ৯% থেকে ১৩% পর্যন্ত বার্ষিক রিটার্ন হলে আপনি কত তাড়াতাড়ি এক কোটি টাকা পাবেন।

 আপনার বার্ষিক রিটার্ন যদি ৯% হয় তাহলে কি হবে?

৯% বার্ষিক রিটার্নে দশ বছরে ১ কোটি টাকা জমানোর জন্য আপনাকে SIP এর মাধ্যমে প্রতি মাসে বিনিয়োগ করতে হবে ৫১৬৭৬ টাকা। যা SIP ক্যালকুলেটরের অনুমান অনুসারে এক দশকে মোট বিনিয়োগের পরিমাণে এসে দাঁড়াবে ৬২.০১ লক্ষ টাকা।

অপরদিকে বার্ষিক রিটার্ন যদি ১০% হয় তাহলে কি হবে?

আপনার যদি বার্ষিক রিটার্ন ১০% সে সামান্য বেশি হয় তাহলে প্রয়োজনে এসআইপি প্রতিমাসে ৪৮৮১৭ টাকাই নেমে আসে। সেই ক্ষেত্রে ১০ বছরে আপনার মোট অবদান হবে ৫৮.৫৮ লক্ষ টাকা।

বার্ষিক রিটার্ন যদি ১১% হয়: আপনার বার্ষিক রিটার্ন যদি ১১ শতাংশ হয় তাহলে প্রয়োজনীয় এসআইপি প্রতিমাসে আরও কমে গিয়ে হবে ৪৬০৮৩ টাকা। দশকে আপনার ক্রমবর্ধমান বিনিয়োগ হবে ৫৫.৩০ লক্ষ টাকা।

বার্ষিক রিটার্ন ১২% হয়: ১২ শতাংশ রিটার্ন হলে পড়ে দীর্ঘমেয়াদি ইক্যুইটি এসআইপির একটি সাধারণভাবে ব্যবহৃত মানদণ্ড। যেখানে আপনাকে প্রতিমাসে বিনিয়োগ করতে হবে ৪৩৪৭১ টাকা। ১০ বছরে এর মোট বিনিয়োগের পরিমাণ এসে দাঁড়াবে ৫৩.১৭ লক্ষ টাকা।

আর যদি বার্ষিক রিটার্ন ১৩% হয়: আপনার বার্ষিক রিটার্ন যদি ১৩ শতাংশ হয় তাহলে এসআইপির প্রয়োজনীয়তা আরও কমে হয়ে দাঁড়াবে ৪২৩২০ টাকা। দশকে আপনার মোট বিনিয়োগ ৫০.৮০ লক্ষ্য টাকা হবে (Mutual Fund)।

[বিঃদ্রঃ এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি। যেকোনো আর্থিক বিনিয়োগের আগে স্কিমের নথিপত্র ভালো করে পড়ে নিন এবং প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।]