বাংলা হান্ট ডেস্ক: আমাদের এই রহস্যময় পৃথিবী ভরা বিভিন্ন অলৌকিক জিনিসে। তবে এবার পৃথিবীর বুকে ঘটে গেল এক অলৌকিক কান্ড আকাশ থেকে দেখা যাচ্ছে আলোর ঝর্না। আকাশ নয় দেখে মনে হবে সাক্ষাৎ পাহাড়ি ঝর্ণা। এক ফোঁটাও মিথ্যে নয় এমনই অপরূপ দৃশ্যের সাক্ষী থাকলো কানাডা। দেখে হতবাক ও দেশের সকলে। আর এমন ঘটনা ঘটতে দেখে বিভিন্নজন বিভিন্ন রকমের মন্তব্য তুলে ধরছেন। কেউ কেউ তো আবার ভয় পাচ্ছেন পৃথিবীতে হয়তো এলিয়েনরা ঢুকে পড়েছে। তবে প্রশ্ন ঠিক আকাশ থেকে কিভাবে নামলো আলোর ঝর্না?
কানাডায় (Canada) আকাশে আলোর ঝর্ণাধারা:
দক্ষিণ-পশ্চিম কানাডায় (Canada) রাতের বেলা হঠাৎই আলোর ঝর্ণাধারা নামতে শুরু করে। নিমেষের মধ্যে গোটা এলাকা আলোয় আলোকিত হয়ে পড়ে। এই বিষয় বিজ্ঞানীরা (Scientist) ভয়ের কিছু কারণ দেখছেন না। কারণ তাদের মতে, এটি একটি প্রাকৃতিক ঘটনা। যে আলোর বিচ্ছুরণ আকাশ থেকে দেখা গিয়েছে সেগুলি হচ্ছে আলোর স্তম্ভ।
এখন প্রশ্ন হচ্ছে এই আলোর স্তম্ভ আসলে কি? কিভাবে তৈরি হয়?
মূলত মেঘ থেকে মাটিতে যে আলো নেমে আসে তাকেই বলা হয় আলোর স্তম্ভ। এই আলোর স্তম্ভ তৈরির পিছনে রয়েছে প্রাকৃতিক ব্যাখ্যা। বিজ্ঞানীদের মতে আলোর স্তম্ভ তৈরি হয় তখনই যখন পৃথিবী পৃষ্ঠ থেকে আসা আলো মেঘের মধ্যে থেকে সরাসরি বরফে এসে পরে। এর ফলে মেঘ এবং বরফের সংঘর্ষে বিচ্ছুরণ সৃষ্টি হয়। আর যে বিচ্ছুরণের প্রতিফলন দেখা যায় আকাশের মধ্যে। মূলত বাতাসে থাকা ক্ষুদ্র বরফের স্ফটিকগুলি থেকেই আলো সৃষ্টি হয়। আর সেই আলো যখন পৃথিবীর উপর প্রতিফলিত হয় তখন দেখলে মনে হয় যেন বিভিন্ন জায়গা থেকে পৃথিবীতে আলো পড়ছে। বিশেষ করে মনে হয়ে আকাশ থেকে আলোর ঝর্ণা নেমেছে।
আরও পড়ুন : জঙ্গলের মাঝেই লুকিয়ে আছে পাহাড়! দেখা মিলবে ডুয়ার্সে! শান্ত পরিবেশে কটা দিন ঘুরে আসবেন নাকি?
আলোর স্তম্ভ তৈরি হয় বরফাবৃত এলাকাগুলিতে:
মূলত জানা গিয়েছে, এই আলোর স্তম্ভ তৈরি হয় একমাত্র সেই সমস্ত জায়গায় যেখানে তাপমাত্রা -১০ থেকে -৪০ ডিগ্রি সেলসিয়াস থাকে। তবে হ্যাঁ সেইসমস্ত জায়গায় উচ্চ আদ্রতা থাকা প্রয়োজন তাহলেই এমন আলোর প্রতিফলন দেখা যায়। কিন্তু যদি ওই স্থান হাওয়া পরিপূর্ণ থাকে তাহলে এমন ঘটনা ঘটবে না। আর কানাডার (Canada) সেন্ট্রাল আলবার্টা যেখানে এই আলোর বিচ্ছুরণ দেখা গিয়েছে সেখানে ঠান্ডা অত্যন্ত বেশি। ফলে এমন ঘটনা ঘটেছে।
আরও পড়ুন : ‘এটা ঠিক নয়’, কলকাতার হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করতেই ‘ফুঁসে’ উঠলেন ফিরহাদ
বাসিন্দাদের মনে ভয় সৃষ্টি হয়েছে:
যেখানেই ঘটনাটি ঘটা ঘটেছে সেখানকার বাসিন্দারা মনে করছেন এখানে নিশ্চয়ই কোন অতিপ্রাকৃত বিষয় জড়িয়ে রয়েছে। যার ফলে সকলের মনে এলিয়েনের ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে।