‘জিতু আমাকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করেছে’, বিচ্ছেদের মাঝেই বিস্বাদের সুর নবনীতার গলায়

বাংলা হান্ট ডেস্ক : আজ থেকে মাস তিনেক আগের ঘটনা। ‘অপরাজিত’ জিতু কামালের (Jeetu Kamal) বাচ্চা বউ নবনীতা দাসের (Nabanita Das) একটি পোস্ট তোলপাড় করে দেয় গোটা সোশ্যাল মিডিয়া (Social Media)। সেই পোস্টে তিনি জানিয়ে দেন যে, স্বামীর থেকে আলাদা হওয়ার সময় চলে এসেছে। তাদের পক্ষে আর একসাথে থাকা সম্ভব হচ্ছেনা। প্রথমটা জিতু বিষয়টাকে হালকা করার চেষ্টা করলেও ধীরে ধীরে সবাই বুঝেই যায় যে, ঘটনা সত্য।

নবনীতার ঠারে ঠোরে বুঝিয়ে দেন যে আর কোনোভাবেই একসাথে থাকছেননা তারা। জিতুও মাঝে মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। যদিও এই কোনও পোস্টেই নবনীতার নাম উল্লেখ থাকেনা। তবে পোস্টের ধরন ধারণ দেখে কারোরই আর বুঝতে বাকি থাকেনা যে, এইসব পোস্ট কার উদ্দেশ্যে করা! তবে নবনীতা কি দেখেছেন সেইসব পোস্ট? কী বলছেন অভিনেত্রী?

এইদিন এক সাক্ষাৎকারে নবনীতাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি যা উত্তর দেন তা সত্যিই চমকে দেওয়ার মতি। অভিনেত্রী বলেন, “আমাকে তো জিতু সোশ্যাল মিডিয়ায় ব্লক করে রেখেছে। তাই আমি ওর কোনও পোস্টই দেখতে পাই না আর। কিন্তু ওর পোস্টগুলো থেকে অনেক পোর্টাল স্টোরি করে, সেগুলো দেখতে পাই। ইনস্টাগ্রাম, ফেসবুক সব থেকেই আমাকে ব্লক করে রেখেছে জিতু।”

আরও পড়ুন : ‘তোমাকে ছাড়া আমি…’, নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী! নিজেই ফাঁস করলেন পরিচয়

প্রসঙ্গত উল্লেখ্য, এবারের পুজোটা আর হইচই করে কাটানো হয়নি নবনীতার। বাড়িতে বিশ্রাম করেই কেটে গেছে। পঞ্চমী-ষষ্ঠী শ্যুটিং, সপ্তমীতে প্যান্ডেল হপিং এবং বাকি দিনগুলো বাড়িতেই। এটাই ছিল এবারের পুজোতে নবনীতার রুটিন। পুজো শেষের এক সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছিলেন, এবারের পুজোতে না তিনি মা কে বরণ করেছেন আর না তিনি সিঁদুর খেলায় অংশ নিয়েছেন।

আরও পড়ুন : সৌরভকে হারিয়ে দিলেন অরিজিৎ! জিয়াগঞ্জের ভূমিপুত্রের জয়জয়কার গোটা বাংলায়

nabanita das

নবনীতার কথায়, “আমি আসলে খুব ক্লান্ত হয়ে পড়েছি। জিতুর বাড়ি থেকে চলে আসার পর থেকে আগের কিছুই ব্যবহার করি না আমি। জামাকাপড় নতুন কিনেছি। ফোনটাও নতুন ব্যবহার করছি। আমার জীবনটা পাল্টে গিয়েছে।” অন্যদিকে আমূল পরিবর্তন এসেছে জিতুর জীবনেও। পুরনো গাড়িকে বিদায় জানিয়েছেন অভিনেতা। তবে দশমীর দিন এক পুরনো স্মৃতি ভাগ করে নিয়েছিলেন নবনীতা। সেটি ছিল কোনও এক দশমীতে স্কুটিতে চেপে জিতুর সাথে প্যান্ডেল হপিং-র একটি ভিডিও।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর