আচমকা নবান্নের নর্থ গেটের সামনে চলে এলেন কয়েকজন! তারপর যা হল … তোলপাড় কাণ্ড!

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাক দেওয়া নবান্ন অভিযান ঘিরে আজ তুলকালাম রাজ্য রাজনীতি। কলেজ স্কোয়্যার এবং সাঁতরাগাছিতে জমায়েতের পর আস্তে আস্তে নবান্নের দিকে এগোচ্ছে মিছিল। আন্দোলন ছত্রভঙ্গ করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পুলিশ। এর মাঝেই আচমকা কয়েকজন নবান্নের (Nabanna Abhijan)) নর্থ গেটের সামনে চলে এলেন!

নবান্ন অভিযান (Nabanna Abhijan) ঘিরে উত্তপ্ত বাংলা!

জনতাকে ঠেকাতে প্রথমে বোঝানো হচ্ছে। এরপরেও কথা না শুনলে টিয়ার সেল, জলকামান ছোঁড়ার পথে হাটছে পুলিশ। আন্দোলনকারীরা যাতে কোনও ভাবে নবান্ন (Nabanna) চত্বরে পৌঁছতে না পারে সেই বিষয়ে তৎপর পুলিশ। এই আবহে ‘দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ’ স্লোগান তুলতে তুলতে নবান্নের নর্থ গেটের সামনে চলে আসেন একদল আন্দোলনকারী।

সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ স্লোগান দিতে থাকেন তাঁরা। জানা যাচ্ছে, ওই ব্যক্তিরা নবান্ন চত্বরেই থাকেন। নবান্ন অভিযানের মাঝেই এদিন আচমকা নর্থ গেটের সামনে তাঁরা চলে আসেন। এরপর পুলিশ (Police) এসে ওই আন্দোলনকারীদের সরিয়ে দেন।

আরও পড়ুনঃ নবান্ন অভিযানে ধৃতদের পাশে দাঁড়িয়ে বিরাট সিদ্ধান্ত! শুভেন্দুর এক ঘোষণায় তোলপাড় বাংলা

উল্লেখ্য, আজ সকাল থেকেই শিরোনামে রয়েছে নবান্ন অভিযান। কর্মসূচি আটকে মরিয়া চেষ্টা চালাচ্ছে পুলিশ। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জলকামান ছুঁড়তে দেখা যায় পুলিশকে। জলকামান ছোঁড়া বন্ধ হতেই ফের জমায়েত করতে শুরু করেন প্রতিবাদকারীরা।

nabanna abhijan

সংঘর্ষের জেরে এক পুলিশ কর্মী আহত হন। চণ্ডীতলা থানার আইসির মাথা ফেটে যায় বলে খবর। এরপর আন্দোলনকারীরাই (Nabanna) আহত পুলিশ আধিকারিককে উদ্ধার করে নিয়ে যায় বলে জানা যাচ্ছে। সাঁতরাগাছি থেকে হাওড়া ব্রিজ, নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বাংলার একাধিক জায়গা। সময় এগোনোর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি আরও গরম হয়ে উঠছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর