বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া ডিএ-র দাবিতে ক্রমাগত লড়াই চালাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে মহার্ঘ ভাতা মামলা। এরই মধ্যে এই কর্মীদের খুশি করল নবান্ন (Nabanna)। জানিয়ে রাখি, পুজোর আগেই চুক্তিভিত্তিক গ্রুপ-ডি (Part Time Group D Workers) কর্মীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
একধাক্কায় ৩০০০ টাকা ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নবান্নের | Nabanna
এতদিন চুক্তিভিত্তিক গ্রুপ-ডি কর্মীরা মাসে ২ হাজার টাকা করে পেতেন। তাদের ভাতা একধাক্কায় ৩ হাজার টাকা বেড়ে করা হল ৫ হাজার টাকা। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করেছে অর্থ দফতর। চলতি বছরের ১ অগস্ট থেকে এই নয়া ভাতা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
কি বলা হয়েছে অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে?
অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রুপ-ডি ক্যাটেগরির পার্ট-টাইম কর্মীরা যাঁরা সারা বছর বা বছরের নির্দিষ্ট সময়ে কাজ করেন, এবং যাঁদের ভাতা কনটিনজেন্সি খাত থেকে মেটানো হয়, তাঁদের মাসিক ভাতা ৫ হাজার করা হল। তবে এর বাইরে অন্য আর কোনও ভাতা বা ভিন্ন সুবিধা মিলবে না বলেও স্পষ্ট করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তিটি রাজ্যের সমস্ত দপ্তর ও অধীনস্থ সংস্থার কাছে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, ২০২২ সালের ২৯ নভেম্বর যে শর্তাবলী নির্ধারিত হয়েছিল, তার কোনও পরিবর্তন হয়নি। পুরনো সব নিয়মই চালু থাকবে। শুধুমাত্র মাসিক ভাতা বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন: ‘মঙ্গলবারের মধ্যে রিপোর্ট জমা দিন’, তিলোত্তমার মায়ের মামলায় রাজ্য সরকারকে কড়া নির্দেশ হাইকোর্টের
এইদিন এই সব কর্মীরা মাসে ২ হাজার টাকা করে পারিশ্রমিক পেতেন। রাজ্যের সিদ্ধান্ত অনুযায়ী এবারে তা বেড়ে মাসিক ৫ হাজার টাকা হল। পুজোর ঠিক আগেই এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে খুশি এই সমস্ত পার্ট টাইম কর্মীরা।