আবহাওয়া খবর: ক্রমশই শক্তিশালী হচ্ছে বুলবুল, 7 জেলার সমস্ত স্কুলে ছুটি ঘোষণা নবান্নের

বাংলা হান্ট ডেস্ক : ক্রমশই শক্তিশালী থেকে অতি শক্তিশালী রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় বুলবুল৷ চলতি বছরের মে মাসে ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর আবারও বুলবুল ঘূর্ণিঝড়ের কবলে পড়তে চলেছে গোটা রাজ্য৷ যদিও ক দিন আগে বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড়ের অভিমুখ বলে ধরে নেওয়া হয়েছিল এবং পশ্চিমবঙ্গে খুব একটা প্রভাব পড়বে এমন আবহ দফতর সূত্রে জানানো হয়েছিল৷cyclone 784x441

তবে শুক্রবার থেকে ঘূর্ণিঝড়ের অভিমুখ বদলে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে এসেছে৷ যার জেরে শনিবার মধ্যরাত থেকেই রাজ্যের প্রায় সব কটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে পাশাপাশি বইছে ঝড়ো হাওয়া৷বুলবুলের প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যেই শুক্রবার নবান্নের তরফ থেকে সব জেলায় স্কুল ছুটির কথা ঘোষণা করে দেওয়া হয়েছে৷

কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং সরকারি ছাড়াও বেসরকারি স্কুলগুলিতেও ছুটি দেওয়া হয়েছে৷ ঘূর্ণিঝড় বুলবুলের জন্য ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের তরফ থেকে যুদ্ধকালীন তত্পরতায় পরিস্থিতি মোকাবিলা করার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে৷

শুক্রবার বিকেলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠকে প্রতিটি বোরো ও পুরসভার আধিকারিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে৷ পাশাপাশি কলকাতা পুরসভার তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে৷

অন্য দিকে আবহ দফতর সূত্রের খবর, ক্রমশই দ্রুত গতিতে ঝড় পশ্চিমবঙ্গ গাঙ্গেয় উপকূলের দিকে এগিয়ে আসছে আর সে কারণেই বৃষ্টি শুরু হয়েছে৷ পাশাপাশি 40-50 কিলোমিটার বেগে ঝড় বইছে৷

সম্পর্কিত খবর