রেশন কার্ড থেকে কন্যাশ্রী, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে কি কি কাজ হবে জানাল নবান্ন

Published on:

Published on:

Nabanna Announced ‘Amader Para Amader Samadhan’ Services

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ২ আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হবে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নামের একটি নতুন প্রশাসনিক কর্মসূচি। এই কর্মসূচি চলবে ৩ নভেম্বর পর্যন্ত। এই কর্মসূচির মূল উদ্দেশ্য, সাধারণ মানুষের স্থানীয় সমস্যাগুলো সরাসরি শোনার মাধ্যমে দ্রুত ও কম খরচে তার সমাধান করা। এই কর্মসূচির অধিনে কি কি কাজ হবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাল নবান্ন (Nabanna)।

কী কী কাজ হবে এই প্রকল্পে? জানাল নবান্ন (Nabanna)

নবান্ন (Nabanna) থেকে প্রকাশিত এসওপি (Standard Operating Procedure)-তে স্পষ্টভাবে বলা হয়েছে, ঠিক কোন কাজগুলো এই প্রকল্পের আওতায় করা যাবে। এই তালিকায় রয়েছে মূলত ১৫ ধরনের কাজ, যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • নিকাশি নালা তৈরি বা সংস্কার
  • পানীয় জলের ব্যবস্থা (টিউবওয়েল, পাইপলাইন, ট্যাঙ্ক বসানো)
  • রাস্তায় আলো বসানো
  • কমিউনিটি টয়লেট নির্মাণ
  • অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও প্রাথমিক স্কুলে ছোটখাটো মেরামতির কাজ
  • খেলার মাঠ, পুকুর, বাউন্ডারি ওয়াল, বাজার বা বাসস্টপে ছাউনি বসানো
  • বর্জ্য ব্যবস্থাপনা এবং কমিউনিটি শেড তৈরি

কী কী করা যাবে না?

এই প্রকল্পের আওতায় বড় কোনও নির্মাণ যেমন নতুন স্কুল, সরকারি অফিস বা আইসিডিএস ভবন তৈরি করা যাবে না। জমি কেনা বা ভাড়া নেওয়াও নিষিদ্ধ। শুধু সরকারি বা আইনি ঝামেলা-মুক্ত জমি ব্যবহার করা যাবে। প্রকল্পটি জনসাধারণের জন্য, কোনও একক ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়।

প্রশাসনিক প্রস্তুতি কীভাবে চলছে?

এই কর্মসূচি পরিচালনার জন্য রাজ্য সরকার রাজ্য, জেলা ও ব্লক স্তরে কমিটি গঠন করেছে। রাজ্যস্তরে মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে অ্যাপেক্স কমিটি গঠন হয়েছে। ১৩ জন IAS এবং BCS আধিকারিক নিয়ে টাস্ক ফোর্স গঠন করছে রাজ্য। এছাড়া জেলা প্রশাসকের নেতৃত্বে জেলাস্তরের টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। এছাড়াও, প্রতিটি বুথের জন্য ৩টি করে বুথ মিলিয়ে একটি কেন্দ্র করা হবে। রাজ্যে মোট প্রায় ৮০ হাজার বুথ থাকায় প্রায় ২৭ হাজার শিবির করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তথ্য সংগ্রহ ও সমাধান হবে অনলাইনে

সব কিছুই হবে ডিজিটাল মাধ্যমে, স্বচ্ছভাবে। মানুষ নিজে নিজের সমস্যার কথা জানাতে পারবেন। প্রতিটি বুথে একটি করে কমিটি থাকবে। কমিটির প্রধান হবেন সেই এলাকার কোনও পরিচিত ব্যক্তি। বুথভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করা হবে, যার মাধ্যমে সরাসরি যুক্ত থাকবেন পুর কমিশনারের নিযুক্ত নোডাল অফিসাররা।

Nabanna Announced ‘Amader Para Amader Samadhan’ Services

আরও পড়ুনঃ কাঁধে কাঁধ মিলিয়ে জয় রাম-বামের, দাসপুর কো-অপারেটিভ ভোটে জায়গা না পেয়ে হাইকোর্টে গেল তৃণমূল

কর্মসূচির সময়সীমা

নবান্ন (Nabanna) তরফে ঘোষণা আগামী ২ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলবে ‘ আমাদের পাড়া আমাদের সমাধান ‘ কর্মসূচি শিবির। ১৫ নভেম্বরের মধ্যে সব সমস্যা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং আগামীবছর ১৫ জানুয়ারির মধ্যে সেই কাজগুলো সম্পূর্ণ হবে। এই কর্মসূচি রাজ্যের গ্রাম ও শহরাঞ্চলের মানুষের ছোটখাটো সমস্যাগুলোর দ্রুত সমাধানে বড় ভূমিকা রাখতে পারে বলে আশা প্রশাসনের।