রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট! ২০২৬-এর সরকারি ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন

Published on:

Published on:

Nabanna announcement the state government employees holiday schedule 2026
Follow

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছর পড়েছে বেশ কয়েকটা দিন কেটে গেছে। তবে এই নতুন বছরের ছুটি কবে কবে পড়েছে সেই দিকে তাকিয়ে রয়েছে রাজ্য সরকারের কর্মীরা। এবার ২০২৬ সালে রাজ্য সরকারি কর্মচারীরা কবে কবে ছুটি পাবেন, সেই তালিকা প্রকাশ করল নবান্ন (Nabanna)। আজকের প্রতিবেদনে রইল ২০২৬ সালের পশ্চিমবঙ্গ সরকারের ক্যালেন্ডার এবং ছুটির তালিকা বিস্তারিত তথ্য।

২০২৬ সালের রাজ্য সরকারি কর্মীদের ছুটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল নবান্ন (Nabanna)

বছরের প্রথম দিনেই রাজ্য সরকারের কর্মচারীরা ছুটি পেয়েছে। পাশাপাশি ছুটি পাচ্ছে জানুয়ারি মাসে মোট পাঁচ দিন। এছাড়াও ছুটি থাকছে পুজোর সময়ও। এমনকি অক্টোবর মাসেও ছুটি থাকছে মোট ১২ টি। তবে নবান্নের (Nabanna) তরফ থেকে যে ছুটির লিস্টে  প্রকাশ করা হয়েছে দেখে নিন সেই লিস্ট।

 Nabanna announcement the state government employees holiday schedule 2026

আরও পড়ুন: অফিসযাত্রীদের জন্য স্বস্তি! ব্লু লাইনে বাড়াল মেট্রো পরিষেবা,নতুন সময়সূচি জানুন

২০২৬ সালের প্রধান ছুটির তালিকা রইল:

বিবেকানন্দের জন্মদিন: ১২ জানুয়ারি
নেতাজির জন্মদিন: ২৩ জানুয়ারি
প্রজাতন্ত্র দিবস: ২৬ জানুয়ারি
দোলযাত্রা: ৩ মার্চ
হোলি: ৪ মার্চ
ঈদুল ফিতর: ২১ মার্চ (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)
বাংলা নববর্ষ: ১৫ এপ্রিল
মে দিবস: ১ মে
ঈদুজ্জোহা (বকরি ঈদ): ২৭ মে (সম্ভাব্য)
স্বাধীনতা দিবস: ১৫ আগস্ট
দুর্গাপূজা (সপ্তমী): ১৮ অক্টোবর
দুর্গাপূজা (দশমী): ২১ অক্টোবর
ক্রিসমাস বা বড়দিন: ২৫ ডিসেম্বর

PDF: https://images.assettype.com/eisamay/2025-11-27/kugekgte/6sw2zn4y.pdf

এছাড়াও ছুটি পাচ্ছে ছট পুজো, মহরম ও অন্যান্য আঞ্চলিক উৎসবের দিনগুলিতে। যেগুলো আপনার অফিসিয়াল ক্যালেন্ডার এ বিস্তারিত দেখতে পাবেন। তাছাড়া বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা উপলক্ষে ১৮-২১ অক্টোবর পর্যন্ত ছুটি পাচ্ছে রাজ্য সরকারের কর্মচারীরা। এই সময় চাইলে আপনারা ভ্রমণের প্রকল্প করতে পারেন।

তবে ২০২৬ সালে অন্তত ৬টি ছুটির দিন কার্যত নষ্ট হয়েছে। কারণ সেগুলি রবিবার পড়েছে। এগুলির মধ্যে রয়েছে লক্ষ্মীপুজো, কালীপুজোও।

শিবরাত্রি: ১৫ ফেব্রুয়ারি, রবিবার

দুর্গা সপ্তমী: ১৮ অক্টোবর, রবিবার

লক্ষ্মী পুজো: ২৬ অক্টোবর, রবিবার

কালী পুজো: ৮ নভেম্বর, রবিবার

ছট পুজো: ১৫ নভেম্বর, রবিবার

বিরসা মুন্ডার জন্মদিন: ১৫ নভেম্বর, রবিবার

প্রসঙ্গত, নবান্নের (Nabanna) তরফ থেকে প্রতিবছর সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের জন্য ছুটির লিস্ট তৈরি করা হয়। আর ২০২৬ সালের ছুটির তালিকা সামনে আসতেই স্বাভাবিকভাবে সরকারি কর্মচারীদের মনে খুশির জোয়ার।