মাত্র ৬ লক্ষ টাকায় নিজের ঘর! অসহায়দের জন্য বড় সিদ্ধান্ত নবান্নের

Published on:

Published on:

Nabanna is providing flats to the helpless in Newtown for 6 lakh
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোর মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। নবান্নের (Nabanna) উদ্যোগে খুব কম দামে ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে বহু অসহায় পরিবারের নিজের ঘরের স্বপ্ন এবার বাস্তব হতে চলেছে।

মাত্র ৬ লক্ষ টাকায় এক কামড়ার ফ্ল্যাট দিচ্ছে নবান্ন (Nabanna)

নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোর জন্য মাত্র ৬ লক্ষ টাকায় এক কামড়ার ফ্ল্যাটের ব্যবস্থা করা হচ্ছে। এই ফ্ল্যাটগুলির আয়তন ২৯৮ বর্গফুট। বাজারদরের তুলনায় অনেক কম দামে এই ফ্ল্যাট দেওয়া হবে। সরকারের লক্ষ্য, সাধারণ মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করা।

কারা আবেদন করতে পারবেন?

এই ফ্ল্যাটের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর পারিবারিক মাসিক আয় ২৫ হাজার টাকার কম হতে হবে। কীভাবে আবেদন করতে হবে এবং কবে থেকে আবেদন নেওয়া হবে, সে বিষয়ে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে বলে নবান্নের (Nabanna) পক্ষ থেকে জানানো হয়েছে।

‘নিজন্ন’ ও ‘সুজন্ন’ প্রকল্প

চলতি বছরের জুলাই মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের জন্য ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’ প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পগুলি তৈরি করেছে হিডকো। উদ্বোধনের পর থেকেই এই ফ্ল্যাটগুলির দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ছিল।

ফ্ল্যাটের সংখ্যা ও দাম

সূত্রের খবর, ‘নিজন্ন’ প্রকল্পে মোট ৪৯০টি ফ্ল্যাট রয়েছে। এখানে ফ্ল্যাটের জন্য আবেদন জমা দেওয়ার সময় ৬০ হাজার টাকা জমা করতে হবে। ‘সুজন্ন’ প্রকল্পে রয়েছে ৭২০টি ফ্ল্যাট। এখানে ২ বিএইচকে ফ্ল্যাটগুলির আয়তন ৬১৭.৬৩ বর্গফুট। নিউটাউনে এমন একটি ফ্ল্যাটের দাম রাখা হয়েছে মাত্র ৩২ লক্ষ টাকা।

এলআইজি গ্রুপে আবেদন করতে হলে আবেদনকারীর পারিবারিক মাসিক আয় হতে হবে ২৫ হাজার ১ টাকা থেকে ৬৫ হাজার টাকার মধ্যে। সাধারণ মানুষের জন্য আবাসন সুনিশ্চিত করতেই রাজ্য সরকার এই প্রকল্পে কয়েক কোটি টাকা ভরতুকি দিচ্ছে। হিডকোর ওয়েবসাইট থেকে ফ্ল্যাটগুলি পাওয়ার জন্য অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীদের মধ্যে লটারির মাধ্যমে ফ্ল্যাট বরাদ্দ করা হবে বলে জানানো হয়েছে।

Nabanna is providing flats to the helpless in Newtown for 6 lakh

আরও পড়ুনঃ ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বদল! বালিগঞ্জে নিশা চ্যাটার্জীকে আর প্রার্থী করছে না হুমায়ুনের দল

এই প্রকল্পের সঙ্গেই উঠে এসেছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। মোদি সরকারের পক্ষ থেকে ১১ লক্ষ প্রান্তিক মানুষকে ঘর তৈরি করে দেওয়ার কথা বলা হলেও অনুমোদন দিয়েও টাকা দেয়নি কেন্দ্র। তার প্রতিবাদে রাজ্য সরকারের কোষাগার থেকেই ১২ লক্ষ পরিবারকে বাড়ি তৈরির অনুদান দিয়েছে নবান্ন (Nabanna)। রাজ্যের দাবি, কেন্দ্র সাহায্য না করলেও সাধারণ মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে রাজ্য সরকার নিজের দায়িত্ব থেকেই এই উদ্যোগ চালিয়ে যাচ্ছে।