অপ্রত্যাশিত ভিড়, চারিদিকে চরম বিশৃঙ্খলা! দুয়ারে সরকার নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি শুরু হওয়া ‘দুয়ারে সরকার’ (duare sarkar) ক্যাম্প নিয়ে এক বড় ঘোষণা করল নবান্ন (Nabanna)। করোনা আবহে ভিড় এড়াতে প্রয়োজনে শিবিরের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিল নবান্ন। যাতে চার- পাঁচশোর বেশি মানুষ একসঙ্গে জমায়েত না করে, সেদিকেও খেয়াল দেওয়ার নির্দেশ দেওয়া হল।

নবান্নের নির্দেশ, প্রয়োজনে ভিড় কমাতে এবং শিবিরের সংখ্যা বাড়িয়ে ভোটগ্রহণ কেন্দ্র অনুযায়ীও শিবির করা যেতে পারে। বৃহস্পতিবার নবান্নে বৈঠকে করোনা আবহের পাশাপাশি এই বিষয় নিয়েও আলোচনা করেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। নির্দেশ দেওয়া হয় ভিড় কমানোর।

বর্তমানে সময়ে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প থেকে যে চিত্র উঠে আসছে, তাতে করে উদ্বেগ বাড়ছে সরকারের। সামনের দরজায় কড়া নাড়ছে করোনার তৃতীয় ঢেউ। আর এই পরিস্থিতিতে ‘লক্ষী ভাণ্ডার’ প্রকল্পের অংশ হতে মানুষের ভিড় উপছে পড়ছে রাজ্য সরকারের ‘দুয়ারে সকার’ ক্যাম্পে। তাই এবার সেই সব জায়গায় ভিড় কমানোর নির্দেশ দিল নবান্ন।

এই সময় রাজ্যের বেশ কয়েকটি জেলা থেকে যে ছবি সামনে এসেছে, তারউপর ভিত্তি করেই এই বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ভিড় নিয়ন্ত্রণ এবং বিশৃঙ্খল অবস্থা যাতে না হয়, সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের জেলাশাসকদের।

হাওড়া ও মালদহের ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের চিত্র দেখে এমন সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। বলা হয়েছে, প্রয়োজনে ক্যাম্পের সংখ্যা দ্বিগুণ বা চারগুণ পর্যন্ত বাড়ানো যেতে পারে। ভিড় নিয়ন্ত্রণে নিতে হবে সবরকম ব্যবস্থা। গ্রাম পঞ্চায়েতের তিনটি করে গ্রাম সংসদ এবং শহরের ক্ষেত্রে কয়েকটি বুথভিত্তিক কাউন্টার করার কথাও বলা হয়েছে।

সম্পর্কিত খবর

X