রাজ্যের প্রকল্পে চমক! পথশ্রী নিয়ে নয়া নির্দেশ নবান্নের

Published on:

Published on:

Nabanna Pushes Massive Pathashree Outreach Ahead of 2026 Bengal Polls
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছর পড়তে আর কয়েকদিন বাকি। আর সেই নতুন বছরেই বাংলায় হবে বিধানসভা নির্বাচন। ভোটের আগে থেকেই গ্রামাঞ্চলে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে জোর কদম শুরু করেছে নবান্ন (Nabanna)। পথশ্রী প্রকল্পকে সামনে রেখে গ্রামীণ রাস্তাঘাটে কাজের অগ্রগতি এবং সরকারের উদ্যোগ সরাসরি মানুষের কাছে তুলে ধরতেই রাজ্যের এই বিশাল প্রচার পরিকল্পনা। কি কি ভাবে এই উদ্যোগ মানুষের কাছে তুলে ধরা হবে তার একটি বিস্তারিত ব্যাখ্যা জানিয়েছে নবান্ন। সেগুলি হল –

গ্রামে গ্রামে মাইকিং করে প্রচারের নির্দেশ : নবান্ন (Nabanna) সূত্রে খবর, পথশ্রী প্রকল্পে রাজ্যের টাকায় তৈরি হবে ৯ হাজার কিলোমিটারেরও বেশি গ্রামীণ রাস্তা। কোন গ্রাম পঞ্চায়েত এলাকায় কোন রাস্তা তৈরি বা মেরামতি হচ্ছে, তা নিয়মিত মাইকে প্রচার করতে হবে। এজন্য পাড়ায় পাড়ায় ঘুরবে বিশেষ গাড়ি, যাতে লাগানো থাকবে লাউডস্পিকার।

বাড়ি বাড়ি লিফলেট বিলি : হ্যান্ডবিল বা লিফলেট ছাপিয়ে তা বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে পঞ্চায়েত স্তর থেকে। রাস্তার কাজের তথ্য, প্রকল্পের উদ্দেশ্য, সবই থাকবে সেই লিফলেটে।

হাটে-বাজারে অডিও ক্যাসেট প্রচার : পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, পথশ্রী নিয়ে অডিও ক্যাসেট তৈরি করতে হবে। সেই অডিও নিয়মিত বাজবে গ্রামের হাটে-বাজারে, যাতে বেশি মানুষের কাছে পৌঁছায় তথ্য।

হোর্ডিং, ফ্লেক্স, পোস্টারের মাধ্যমে প্রচার : প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় পথশ্রী নিয়ে বড় বড় হোর্ডিং, ফ্লেক্স এবং পোস্টার লাগাতে হবে। কোথায় কোন রাস্তা তৈরি হবে, কোন কাঠামো বানানো হবে, সবটাই স্পষ্টভাবে তুলে ধরতে বলা হয়েছে।

শিলান্যাসের পরেই ট্যাবলো : রাস্তার শিলান্যাসের পরেই ট্যাবলো বের করতে হবে। গ্রামে ঘুরে দেখাতে হবে কী কাজ হতে চলেছে এবং কীভাবে এগোচ্ছে পুরো প্রকল্প।

রাস্তার ধারে তথ্যসহ বোর্ড : যে রাস্তা তৈরি হবে, তার ধারে বসানো হবে বড় বোর্ড। সেখানে লিখে দিতে হবে এটি রাজ্য সরকারের প্রকল্প, এবং বিস্তারিত তথ্যও উল্লেখ রাখতে হবে, যাতে সাধারণ মানুষ নিজেরাই তা জানতে পারেন।

সোশ্যাল মিডিয়াতেও প্রচারের নির্দেশ : জেলা এবং বিডিও স্তরে সোশ্যাল মিডিয়ায়ও প্রচার চালাতে বলা হয়েছে। প্রকল্পের প্রতিটি অগ্রগতির ছবি ও তথ্য অনলাইনে শেয়ার করতে হবে।

জনপ্রতিনিধিদের নিয়ে সভা, ৫০% মহিলার বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ নবান্নের (Nabanna)

সরকারি উদ্যোগে জেলা, ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরে সভা করতে হবে। সেই সভায় থাকতে হবে জনপ্রতিনিধিরা। বিশেষ নির্দেশে বলা হয় যে, প্রতিটি সভায় অন্তত ৫০ শতাংশ মহিলা যেন থাকেন। পথশ্রী নিয়ে মানুষকে সচেতন করতেই নবান্নের (Nabanna) এই উদ্যোগ।

mamat

আরও পড়ুনঃ চিকেন প্যাটিস বিক্রেতাকে মার! “সব ক’টাকে গ্রেপ্তার করিয়েছি”, বললেন মুখ্যমন্ত্রী

নবান্ন (Nabanna) সূত্রের খবর, বিধানসভা নির্বাচন সামনে রেখে গ্রামাঞ্চলে সরকারের উন্নয়নমূলক কাজকে আরও জোরদারভাবে তুলে ধরতেই এই ৯ দফা প্রচার পরিকল্পনা নেওয়া হয়েছে।