নবান্ন থেকে নাম, বাছাই করবে কমিশন, নির্বাচন দপ্তরের শীর্ষ পদে কে বসবেন?

Published on:

Published on:

Nabanna sends list of officers, final call rests with Election Commission

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের নির্বাচন দপ্তরে শীর্ষ পদে বসানো হবে নতুন অফিসারদের। নবান্ন (Nabanna) থেকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে নামের তালিকা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দিল্লির নির্বাচন কমিশন (Election Commission)। ফলে অতিরিক্ত সিইও, যুগ্ম সিইও এবং ডেপুটি সিইও, এই তিনটি গুরুত্বপূর্ণ পদে কারা বসেন, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

নবান্ন (Nabanna) থেকে অতিরিক্ত সিইও পদের জন্য কাদের নাম পাঠানো হয়েছে?

অতিরিক্ত সিইও (Additional CEO) পদের জন্য নবান্ন (Nabanna) থেকে যে তিনজন অফিসারের নাম পাঠানো হয়েছে, তাঁরা হলেন- রত্নাকর রাও, এস অরুণ প্রসাদ এবং গোদালা কিরণ প্রসাদ। মূলত প্রশাসনিক অভিজ্ঞতা, পূর্ববর্তী দায়িত্ব পালনের ধারা এবং নিরপেক্ষতা, এই সব দিক খতিয়ে দেখেই কমিশন বেছে নেবে যোগ্য প্রার্থী।

যুগ্ম সিইও (Joint CEO) পদের জন্য প্রস্তাবিত হয়েছেন সাদ্দাম নাভাস, হরিশঙ্কর পানিষ্কার এবং অভিজিৎ তুকারাম। এই তিনজনের মধ্যে কে শেষমেশ নির্বাচিত হবেন, সেটি পুরোপুরি কমিশনের (Election Commission) উপর নির্ভর করছে। সূত্রের খবর, দায়িত্ব পালনে দক্ষতা এবং নিরপেক্ষ প্রশাসনিক ভাবমূর্তিই হবে বাছাইয়ের মূল মাপকাঠি।

ডেপুটি সিইও (Deputy CEO) পদে তিনজন অফিসারের নাম পাঠিয়েছে নবান্ন (Nabanna)। তাঁরা হলেন- ভাস্কর পাল, তানিয়া পারভিন এবং রিজওয়ান আহমেদ। নির্বাচন কমিশনের (Election Commission) তরফে জানানো হয়েছে, উপযুক্ত অভিজ্ঞতা ও সততা বিচার করেই এই পদে নিয়োগ করা হবে।

Nabanna sends list of officers, final call rests with Election Commission

আরও পড়ুনঃ একসঙ্গে দুই চাকরি, দুই বেতন! তৃণমূল নেত্রীর স্ত্রীর কাণ্ডে ক্ষোভ ছড়াল রানিনগর এলাকায়

ইতিমধ্যেই দিল্লিতে সব রাজ্যের চিফ ইলেক্টোরাল অফিসারদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে কমিশন (Election Commission)। নির্দেশ দেওয়া হয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে ভোটার তালিকা সংশোধনের যাবতীয় প্রস্তুতি শেষ করতে হবে। অক্টোবরেই জারি হতে পারে বিজ্ঞপ্তি। তাই লোকসভা নির্বাচনের আগে এই নিয়োগ আরও তাৎপর্যপূর্ণ। এখন নজর, নবান্ন’র (Nabanna) পাঠানো তালিকা থেকে শেষ পর্যন্ত কাকে বেছে নেয় কমিশন, সেই দিকে।