৪ পুলিশ আধিকারিককে উত্তরবঙ্গে ট্রান্সফার করল নবান্ন, ছিলেন শুভেন্দু ঘনিষ্ঠ

বাংলাহান্ট ডেস্কঃ রাতারাতি পূর্ব মেদিনীপুর (east medinipur) থেকে উত্তরবঙ্গে (north bengal) ট্রান্সফার করে দেওয়া হল ৪ পুলিশ আধিকারিককে। সূত্রের খবর, এই ৪ পুলিশ আধিকারিকই নাকি বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। তবে এইভাবে হটকারিতার মধ্যে ৪ পুলিশ আধিকারিকের বদলির বিষয়টা কেমন যেন খটকা লাগছে গেরুয়া শিবিরের কাছে।

নবান্নের নির্দেশে এই পুলিশ আধিকারিকদের বদলির বিষয়ে, শোরগোল পড়ে গেছে পুলিশ মহলে। তবে এবিষয়কে খুবই হালকাভাবে নিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার। তিনি এই বিষয়ে জানিয়েছেন, ‘এই ৪ পুলিশ আধিকারিকের বদলির নির্দেশিকায় আমার কিন্তু কোন স্বাক্ষর নেই। তবে তাঁরা দীর্ঘদিন ধরে একই জায়গায় কর্মরত থাকার কারণে, তাঁদের নিয়ম মেনেই ট্রান্সফার করা হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ খোঁজাটা একেবারেই সঠিক নয়’। এই বিষয়কে স্বাভাবিক বদলির সঙ্গেই তুলনা করেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার।

nabanna mamata banerjees new office 630x420 1

জানা গিয়েছে, বদলি হওয়া ৪ পুলিশ আধিকারিক সকলেই ইন্সপেক্টর পদমর্যাদার ছিলেন। এনাদের মধ্যে কালিম্পং জেলায় বদলি হওয়া অজয় কুমার মিশ্র, নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর খুবই ঘনিষ্ঠ বলে খবর। শুভেন্দুর সাংসদ ও মন্ত্রীত্বকালে নন্দীগ্রাম থানার আইসি পদে ছিলেন এই অজয় কুমার মিশ্র।

সূত্রের খবর, বাকিদের মধ্যে দক্ষিণ দিনাজপুরে বদলি করা হয়েছে রাজা মণ্ডলকে, পার্থ বিশ্বাসকে পাঠানো হয়েছে দার্জিলিং-এ এবং প্রণব রায়কে কোচবিহারে বদলি করা হয়েছে। জানা গিয়েছে, সকলেই শুভেন্দুর ঘনিষ্ঠ ছিলেন। তবে নবান্নের নির্দেশে এই ৪ পুলিশ আধিকারিকের বদলিতে গুঞ্জন শুরু হয়েছে পুলিশ মহলে।

Smita Hari

সম্পর্কিত খবর