SIR ঘোষণার আগেই প্রশাসনিক ভূমিকম্প! একসঙ্গে ১৭ আইএএস আধিকারিক সহ ৬৪ আধিকারিককে বদলি করল নবান্ন

Updated on:

Updated on:

Nabanna transfers 64 officers including 17 IAS officers at once

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় খুব শীঘ্রই শুরু হবে SIR। কিন্তু কবে থেকে শুরু হবে? কোন কোন জেলায় আগে হবে? এগুলও ঠিক করতে সোমবার বিকেলে বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন। আর তার আগেই নবান্নে (Nabanna) প্রশাসনিক ভূমিকম্প! সূত্রের খবর, একসঙ্গে বদলি হল ১৭ জন আইএএস আধিকারিক।

কোন কোন আধিকারিকদের বদলি করেছে নবান্ন (Nabanna)?

সূত্রের খবর, আরও যে সকল আধিকারিককে বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন ১০ জন জেলা শাসক (DM)। একই সঙ্গে বদলি করা হয়েছে আরও ২৪ জন অতিরিক্ত জেলা শাসক (ADM), ১৫ জন এসডিও এবং ১০ জন ওএসডি-কে। মোট বদলি সংখ্যা ৬৪ জন। রাজ্যে নির্বাচনের আগে এমন ব্যাপক প্রশাসনিক রদবদলকে নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে।

একযোগে ১০ জেলাশাসকের বদলি

নবান্ন (Nabanna) থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দার্জিলিং, মালদহ-সহ একাধিক জেলার জেলা শাসকদের সরানো হয়েছে। উত্তর ২৪ পরগনার জেলা শাসক আইএএস শরদ কুমার দ্বিবেদীকে পাঠানো হয়েছে স্বাস্থ্য ও জনকল্যাণ দপ্তরে। দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা হচ্ছেন কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার। অন্যদিকে হিডকোর ম্যানেজিং ডিরেক্টর শশাঙ্ক শেঠি যাচ্ছেন উত্তর ২৪ পরগনার নতুন জেলা শাসক হয়ে। কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা এখন থেকে সামলাবেন দক্ষিণ ২৪ পরগনা। মুর্শিদাবাদের জেলা শাসক রাজর্ষি মিত্র যাচ্ছেন HIDCO-র দায়িত্বে। পুরুলিয়ার জেলা শাসক রজত নন্দ হচ্ছেন পর্যটন দপ্তরের ডিরেক্টর। দার্জিলিংয়ের জেলা শাসক প্রীতি গয়াল যাচ্ছেন মালদহের জেলা শাসক হয়ে। আর মালদহের জেলা শাসক নীতীন সিংঘানিয়া হচ্ছেন মুর্শিদাবাদের জেলা শাসক।

নতুন মুখ কারা?

  • হলদিয়া চিফ এক্সিকিউটিভ অফিসার কোন্ঠাম সুধীর হচ্ছেন নতুন জেলা শাসক।
  • কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার ধবল জৈন হচ্ছেন বীরভূমের ডিএম।
  • পূর্ব মেদিনীপুরের নতুন জেলা শাসক হচ্ছেন ইউনিস ঋষিন ইসমাইল।
  • কোচবিহারের নতুন জেলা শাসক হচ্ছেন রাজু মিশ্র।
  • উত্তর ২৪ পরগনার এডিএম মনীষ মিশ্র যাচ্ছেন দার্জিলিংয়ে।
  • বীরভূমের জেলা শাসক বিধান চন্দ্র রায় হচ্ছেন খাদ্য ভবনের স্পেশ্যাল সেক্রেটারি।
  • ঝাড়গ্রামের ডিএম সুনীল আগরওয়াল যাচ্ছেন উত্তর ২৪ পরগনার উন্নয়ন বিভাগের স্পেশ্যাল সেক্রেটারি হয়ে।
  • পূর্ব মেদিনীপুরের ডিএম পূর্ণেন্দু কুমার মাঝি হচ্ছেন UD এবং MA বিভাগের স্পেশ্যাল সেক্রেটারি।

Nabanna transfers 64 officers including 17 IAS officers at once

আরও পড়ুনঃ কে হচ্ছেন দেশের ৫৩তম প্রধান বিচারপতি? গাভাইয়ের সুপারিশে কেন্দ্রের টেবিলে পৌঁছল নাম

সাধারণত ভোটের আগে প্রশাসনিক বদলি নির্বাচন কমিশনের নির্দেশেই হয়ে থাকে। কিন্তু কমিশনের বৈঠকের আগেই এত বড় সংখ্যক আধিকারিককে বদলি করে নবান্ন (Nabanna) কার্যত এক চমক দিয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তবে কি কমিশনের পক্ষপাতের অভিযোগের আগেই আগাম প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার?