স্বামীর কনভয়ে হামলায় লজ্জিত স্ত্রী, বঙ্গে প্রচারে আসার ইঙ্গিত দিলেন নাড্ডার বাঙালি স্ত্রী

বাংলাহান্ট ডেস্কঃ জেপি নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে এবার গর্জে উঠলেন স্ত্রী মল্লিকা নাড্ডা (mallika nadda)। বাংলার জামাই অর্থাৎ তাঁর স্বামীর উপর হওয়া এই হামলাকে ব্যক্তিগত দিক থেকে দেখে লজ্জাবোধ করলেন মল্লিকা। ‘মমতাদিদি’র প্রতি ক্ষোভ উগরে দিয়ে বললেন নির্বাচনী প্রচারে এবার নিজেই বাংলায় আসবেন।

ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার পরিপ্রেক্ষিতে তাঁর স্ত্রী মল্লিকা বললেন, ‘আমার স্বামী হচ্ছেন বাংলার একজন জামাই। আর তাঁর গাড়ির উপরই হামলা হল। এই ঘটনায় আমি খুবই লিজ্জিত। স্বামীর এই অপমানে আমি নিজেও অনেক অপমানিত হয়েছি। আমি একজন বাংলার মেয়ে হয়েই বলছি, বাংলার যদি এই অবস্থা হয়, তাহলে বাংলাকে অন্যায়- অত্যাচার থেকে বাঁচাতে আমাদের সবাইকেই বাংলায় যেতে হবে’।

Mallika JP Nadda Wife

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর প্রসঙ্গে বলেন, ‘আমার মা অর্থাৎ জয়শ্রী বন্দ্যোপাধ্যায়কে মমতাদিদি খুব ভালো ভাবেই চেনেন। এনারা দুজনেই একটা সময় একসঙ্গে সাংসদ ছিলেন। আমার মা বাংলা থেকে বাইরে গিয়েও কত সম্মানের সঙ্গে রয়েছেন, কিন্তু বাইরে থেকে বাংলায় গেলেই সে বহিরাগত? তারউপর মমতাদিদি আমার স্বামীর নাম করে নাড্ডা, গাড্ডা সমস্ত খারাপ কথা বলেছেন, এই ব্যক্তিগত আক্রমণে আমরা খুবই অপমানিত হয়েছিল এবং এটি অত্যন্ত লজ্জার বিষয়’।

প্রসঙ্গত জানিয়ে রাখি, বাংলা সফর সেরে ফেরার পরেই করোনা সংক্রমিত হয়েছেন জেপি নাড্ডা। বুধবারই বাংলা সফরে এসেছিলেন বিজেপির এই সর্বভারতীয় নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিধানসভা কেন্দ্র ডায়মন্ডহারবার ও মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্বাচনী ক্ষেত্রে ভবানীপুরে তিনি জনসংযোগ করেছিলেন। তবে বর্তমানে তিনি আইসোলেশনে আছেন বলে জানা যাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন তার শারিরীক অবস্থা স্থিতিশীল। নিজের সংস্পর্শে আসা অন্যান্য নেতাদেরও আইসোলেশনে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর