নাদিয়াল থানার ঢিল ছোড়া দূরত্বে খুন, এলাকায় চাঞ্চল্য

Published On:

 

বাবলু প্রামাণিক, দক্ষিণ 24পরগনা

দক্ষিণ 24 পরগনান নাদিয়ালের ঘটনা নওসর (৩৫ বছর) নামে এক ব্যক্তির দেহ আজ সকালে নাদিয়াল পিএসের অধীনে হুগলি নদীর তীরে মাথা থেঁতলানো ও পেট কাটা অবস্থায় একটি লাশ পাওয়া গেছে। তথ্যের ভিত্তিতে স্থানীয় নাদিয়াল থানা চারজন অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে।নওসর (৩৫ বছর বয়সী) সহ অভিযুক্ত ৪ জন নিউ মার্কেট এলাকায় গতরাতে একটি ড্রিঙ্কস পার্টি ছিল। এরপরে সকালে গঙ্গা নদীর কাছে বেঙ্গল বন্ড গ্রাউন্ডে এসে আবার এক দফায় পানীয় পান করে এবং পরে ইট দিয়ে তার মাথায় আক্রমণ করে ।

এরপরে অপর তিন আসামিও তার পেট কেটে গঙ্গা নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু মেরে দেয়ার আনন্দে গঙ্গায় না ফেলে, পারে তে দাঁড়িয়ে নাচানাচি করার সময়, স্থানীয় লোকজন নাদিয়াল থানায় খবর দিলে অভিযুক্ত ৪ জনকেই হাতেনাতে ধরে ফেলে।পরে পুলিশ লাশ উদ্ধার করে। এই অপরাধের পেছনের উদ্দেশ্য স্পষ্টতই প্রায় ৫০ লক্ষ টাকা পরিশোধ না করার কারণে। ব্যবহৃত ফরচুনা গাড়ি ছাড়াও অভিযুক্ত ৪ জন আসামিকে আদালতে পাঠানো হয়েছে। যিনি খুন হয়েছেন নোস্বের আলি খাঁন তার বাড়ি মহেশতলার মেমানপুর এ । ফেন্সি মার্কেট এলাকায় তার ট্রান্সপোর্ট এর ব্যবসা।যার সঙ্গে বিবাদ তার নাম রাজ মুর্তজা, যার নামে অতীতেও বিভিন্ন থানায় অপরাধমূলক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। নাদিয়াল এর খুনের ঘটনায় ঘটনাস্থলে ফরেনসিক দল(ভিস)। মীর ওয়াসিম রাজার (বাইট)।পাশাপাশি চার অভিযুক্তকেই নাদিয়াল থানা কোর্টে পাঠাল তার ভিজুয়াল।

X