মমতার ‘জাবরা ফ্যান’! এবার আইনি মতে পদবী বদলে ‘দাস’ থেকে ‘বন্দ্যোপাধ্যায়’ হলেন নদিয়ার হেডস্যার

বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আদৰ্শ মেনে তার প্রতি অকৃত্রিম ভক্তি ও ভালবাসা থেকে এবার নিজের পদবী বদলে নিলেন নদিয়ার এক শিক্ষক। ঘটনাটি ঘটিয়েছে করিমপুরের (Karimpur) হোগলবেড়িয়া আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক গিরিন্দ্রনাথ দাস (Girindranatha Das)। তবে এখন আর তিনি দাস নেই। মুখ্যমন্ত্রীর দ্বারা অনুপ্রাণিত হয়ে আইনি মতে নিজের পদবি বদলে হলেন গিরিন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

সটান কোর্টে গিয়ে অ্যাফিডেভিট করিয়ে সাতপুরুষের ‘দাস’ পদবী বদলে বন্দ্যোপাধ্যায় হলেন গিরিন্দ্রনাথ। প্রসঙ্গত, ইনিই সেই শিক্ষক যিনি এর আগেও বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ৰতি তার দেখানো শ্রদ্ধা ভালোবাসার জন্য শিরোনামে উঠে এসেছেন।

২০২২ সালে যখন তার স্কুল থেকে ছাত্রছাত্রীদের ব্যাগ দেওয়া হচ্ছিল তখনই দেখা গিয়েছিল সেখানে টাঙানো মুখ্যমন্ত্রীর বড়সড় ছবি। সেই ছবিতেই স্যালুট ঠুকছেন হেডস্যার ‘গিরিন্দ্রনাথ দাস।’ এ বছর জানুয়ারি মাসেই নতুন শিক্ষাবর্ষের জন্য স্কুল তরফে ছাত্র-ছাত্রীদের জন্য পাঠ্যপুস্তকের একটি তালিকা প্রকাশ করা হয়। সেই সেই বইয়ের প্রথম পাতাতেও সাটানো হয়েছিল মুখ্যমন্ত্রীর ছবি।

mamata

সেই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পরে যায় গোটা রাজ্যে। বিরোধীরা একজোট হয়ে সরব হয়েছিলেন সেই সময়। তবে কাউকে তোয়াক্কা না করে এবার একেবারে পদবি বদল। সংবাদমাধ্যমে স্পষ্ট ভাবে তিনি জানান, ‘লোকে বড় বড় খেলোয়াড়, অভিনেতা, জ্ঞানীগুণী ব্যক্তির গুণমুগ্ধ হিসেবে তাদের নামে ছেলেমেয়ে বা প্রিয়জনের নামকরণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের থেকে কোন অংশে কম?’

গিরিন্দ্রনাথবাবুর যুক্তি, “মমতাকে আমি শ্রদ্ধা করি, ভালবাসি। তাই তাকে দেখে অনুপ্রাণিত হয়ে আমি যদি তার বন্দ্যোপাধ্যায় পদবি গ্রহণ করি, তা হলে অসুবিধা কোথায়?’


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর