কেন হয়েছিল বিচ্ছেদ? তিন মাস পর অবশেষে সামান্থার ব‍্যাপারে মুখ খুললেন নাগা চৈতন‍্য

বাংলাহান্ট ডেস্ক: তিন মাস হয়ে গিয়েছে সামান্থা রুথ প্রভু (samantha ruth prabhu) ও নাগা চৈতন‍্যর (naga chaitanya) বিচ্ছেদের। দীর্ঘ দিনের প্রেম ও চার বছরের বিবাহিত জীবনে ইতি টেনে আলাদা আলাদা পথ বেছে নিয়েছেন তাঁরা। চতুর্থ বিবাহ বার্ষিকীর আগেই বিচ্ছেদের ঘোষনা করেন। এতদিনে অভিনেত্রী বিষয়টা নিয়ে মুখ খুললেও বিচ্ছেদ সম্পর্কে টুঁ শব্দটাও করতে দেখা যায়নি নাগাকে

বিবাহ বিচ্ছেদ ঘোষনার সময় দুজনেই জানিয়েছিলেন, দীর্ঘ ভাবনা চিন্তার পরেই এই সিদ্ধান্তে এসেছেন তাঁরা। আপাতত ‘বাঙ্গারাজ্জু’ ছবির প্রচারে ব‍্যস্ত নাগা চৈতন‍্য। তার ফাঁকেই সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে সামান্থাকে নিয়ে মুখ খোলেন তিনি। অভিনেতা বলেন, “আমাদের দুজনের ভালোর জন‍্যই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। ও খুশি থাকলেই আমি খুশি। ওই পরিস্থিতিতে ওটাই সেরা সিদ্ধান্ত ছিল।”

SamNaga 1
বিবাহ বিচ্ছেদ ঘোষনা করে সোশ‍্যাল মিডিয়ায় সামান্থা লেখেন, ‘অনেক ভাবনা চিন্তার পর চৈ এবং আমি ঠিক করেছি স্বামী এবং স্ত্রী হিসেবে আমাদের পথ আজ থেকে আলাদা হল। আমরা ভাগ‍্যবান যে প্রায় এক দশক ধরে আমাদের বন্ধুত্ব ছিল যেটা আমাদের সম্পর্কের শিকড়। এটা চিরদিন আমাদের মধ‍্যে একটা বিশেষ বন্ধন হয়ে থেকে যাবে।’

বিচ্ছেদের কারণ নিয়ে কেউ স্পষ্ট ভাবে কিছু না বললেও শোনা গিয়েছিল, ছবিতে সামান্থা ঘনিষ্ঠ দৃশ‍্য ও আইটেম নাম্বার করতে রাজি হয়েছিলেন বলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন নাগা। শুরুটা হয় সামান্থা নাগার বিয়ের ঠিক পরপর। বিয়ের কয়েক মাসের মধ‍্যেই ‘রঙ্গস্থলম’ ছবিতে রাম চরণের সঙ্গে অভিনেত্রীর লিপ লক দৃশ‍্য থেকে ঝামেলার সূত্রপাত।

কফিনে শেষ পেরেক পোঁতে ‘ফ‍্যামিলি ম‍্যান ২’তে সামান্থার যৌন দৃশ‍্য। আক্কিনেনি পরিবারের রীতি নিয়মের বাইরে চলে গিয়েছিলেন তাদেরই বাড়ির বৌ। স্বামী নাগা চৈতন‍্যতন‍্য, শ্বশুর নাগার্জুনার নিষেধ অগ্রাহ‍্য করে বিয়ের পরেও বোল্ড দৃশ‍্যে অভিনয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সামান্থা।

‘ফ‍্যামিলি ম‍্যান ২’তে সামান্থার যৌন দৃশ‍্য দেখে নাকি হতবাক হয়ে গিয়েছিলেন আক্কিনেনি পরিবারের সদস‍্যরা। তাঁদের অভিযোগ ছিল, বিশ্বাস ভেঙেছেন অভিনেত্রী। তারপরেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন নাগা চৈতন‍্য।

Niranjana Nag

সম্পর্কিত খবর