বাংলা হান্ট ডেস্ক: অফিসের চাপ সামলানোর পর কয়েক দিনের জন্য বাঙালির মনটা ঘুরতে যাওয়ার জন্য আনচান করতে থাকে। আর অল্প খরচে প্রকৃতির স্বাদ উপভোগ করতে অনেকেই উত্তরবঙ্গের দিকে পা বাড়ান। তবে উত্তরবঙ্গ তো অনেকবার গেছেন। পাশাপাশি সেখানেও ভিড় থাকে প্রচুর। তাই এবার প্রকৃতির স্বাদ উপভোগ করতে যেতে পারেন নাগাল্যান্ড (Nagaland)। এখানে ঘন সবুজে মোড়া এক ফালি পাহাড় ভূখণ্ড হলো জুক ভ্যালি (Dzukou Valley)। এটি উত্তর-পূর্ব ভারতের ( North- East India) পর্যটক কেন্দ্র গুলির মধ্যে অন্যতম।
স্বর্গের মত সবুজ ঘাস দিয়ে সাজানো নাগাল্যান্ডের জুকু উপত্যকা (Nagaland)
ভারতে বহু উপত্যকা রয়েছে যার সৌন্দর্য শব্দ দিয়ে বর্ণনা করা যায় না। বিশেষত উত্তর ভারতের যে সমস্ত উপত্যকা গুলো রয়েছে সেগুলো বরাবরই পর্যটকদের মন কেড়েছে। এর পাশাপাশি উত্তর-পূর্ব ভারতে পর্যটক কেন্দ্র গুল কম জনপ্রিয়তা অর্জন করেনি। তেমন উত্তর-পূর্ব ভারতে এমন কিছু পর্যটক কেন্দ্র রয়েছে, যার জনপ্রিয়তা অন্যান্য পর্যটক কেন্দ্র গুলির থেকে একটু বেশি। ঠিক সেই রকমই একটি জনপ্রিয় উপত্যকা পর্যটক কেন্দ্র হল নাগাল্যান্ড জুকু (Dzukou Valley)।
জুকু ভ্যালি ইতিহাসের থেকেও বেশি আকর্ষণীয়। মনে করা হয়, আদিম মানুষের বাসস্থান ছিল জুকু। এখানে আপনি মরশুমি ফুল, গাছপালা, ও উচু পাহাড়ের সৌন্দর্যে ঘেরা প্রাকৃত পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি নাগাল্যান্ডের বিশ্বমা গ্রামের পাহাড়ের মধ্যে দিয়ে এখানে সহজেই যাওয়া সম্ভব।
আরও পড়ুন: সঠিক সময়ে খাবার খেলে বাড়বে আয়ু! জানুন চিকিৎসকদের মতামত…
পাশাপাশি, উত্তর-পূর্ব ভারতে হিমালয়ের কোলে অবস্থিত জুকু উপত্যকা (Dzukou Valley) ট্রেকারদের মধ্যে ভীষণ জনপ্রিয় একটি জায়গা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু হাজার মিটার বেশি উচ্চতায় অবস্থিত এই উপত্যকা। এখানে প্রাকৃতিক পরিবেশ ও উদ্ভিদের জন্য বিখ্যাত। শোনা যায় এখানে এমন কিছু ফুল ফোটে যা ভারতের অন্য কোথাও দেখা যায় না। পাশাপাশি এই জায়গায় ঘুরতে গেলে আপনি প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য। শোনা যায় এই উপত্যকায় নাকি সবচেয়ে বেশি ট্রেকিং এর জন্য মানুষ ঘুরতে যায়।
জুকু উপত্যকা (Dzukou Valley) ঘুরতে যাওয়ার মত আরও দুটি পয়েন্ট আছে, তার হল- ভিসামা ও জাখামা। কিসিমা গ্ৰাম থেকে ভিসামা যেতে প্রায় ৪৫ মিনিট সময় লাগে। এছাড়া ভিসামা থেকে জুকু ভ্যালি যাওয়ার পারমিট নিতে হয়। পারমিট নিয়ে আরও ৪০ মিনিট গেলে ভিসামা বেস পয়েন্ট। লম্বা, ঘন গাছের সারির মধ্যে দিয়ে হাঁটা পথ। পাশাপাশি ২-৩ জন হাঁটতে পারবে এই রাস্তায়। মাঝে মাঝে ম্যাপেল গাছের পাতা সারিবদ্ধ ভাবে রাস্তা দখল করেছে।