বাংলাহান্ট ডেস্ক : দেশের শীর্ষ বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান তথা CSIR ( কাউন্সিল অফ সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ) এর প্রথম মহিলা প্রধান হিসেবে যোগদান করলেন তামিলনাড়ুর বাসিন্দা প্রবীণ বিজ্ঞানী নালাথামবি কালাই সেলভি। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত মোট ৩৮ টি বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান এর কেন্দ্র হল এই CSIR । এই শীর্ষস্থানীয় গবেষণার প্রতিষ্ঠানের ডিরেক্টর জেনারেল পদ থেকে গত এপ্রিল মাসেই অবসর নিয়েছেন বিজ্ঞানী শেখর মানডে।
প্রবীন এই মহিলা বিজ্ঞানীর গত ২৫ বছরের রিসার্চ মূলত ইলেকট্রোকেমিক্যাল পাওয়ার সিস্টেম নিয়ে। ছয়টি আবিষ্কারের পেটেন্ট সহ শতাধিক গবেষণাপত্রের লেখিকা হলেন ইনি। তামিলনাড়ুর এই প্রবীণ বিজ্ঞানী দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন।
গত এপ্রিল মাসে আইসিএসআর-এর ডিরেক্টর জেনারেল বিজ্ঞানী শেখর মানডে তার পদ থেকে অবসর নেওয়ার পর আগস্ট মাস অব্দি এতদিন এই পদের অতিরিক্ত ভার সামলায় ছিলেন জৈবপ্রযুক্তি বিভাগের উচিত রাজেশ গোখলে। এই পদ দুই বছরের জন্য স্থায়িত্ব পায়। তাই এবার প্রথম মহিলা প্রধান হিসেবে কালাইসেলভি এই পদের দায়িত্ব পেলেন আগামী দুই বছরের জন্য।
তামিলনাড়ুর তিরুনিলভেলি জেলার আম্বাসামুধরাম অঞ্চলের বাসিন্দা ইনি। তার প্রাথমিক পঠন পাঠন শুরু হয় তামিল মাধ্যমেরই এক সরকারি স্কুলে এবং পরবর্তীতে তিনি তার পছন্দের বিষয় বিজ্ঞান নিয়েই কলেজেও পড়াশোনা করেন। তারপর প্রবেশিকা স্তরের বিজ্ঞানী হিসেবে তিনি নিজেকে ইলেক্ট্রকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের সাথে যুক্ত করেন। প্রবেশিকা স্তরের বিজ্ঞানী থাকাকালীনই লিথিয়াম, লিথিয়াম ব্যাটারি , সুপার ক্যাপাসিটর এবং বিভিন্ন ইলেকট্রোলাইট ইলেক্ট্রো ক্যাপাসিটিক যন্ত্রপাতি নিয়ে গবেষণা চালিয়ে যান তিনি। এখনো লিথিয়াম সোডিয়াম ব্যাটারি নিয়ে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন তিনি। এমনকি তিনি এই গবেষণার কাজ বর্তমানে আই সি এস আর এর প্রধান পদে নিযুক্ত হওয়ার পরেও বদ্ধপরিকর ভাবে চালিয়ে যেতে চান।