ভুয়ো শিক্ষকের তালিকায় নাম কেন্দ্রীয় মন্ত্রীর আত্মীয়র! শোরগোল গোবরডাঙায়

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) মিছিল অব্যাহত। দীর্ঘদিন পর হাইকোর্টের (High Court) নির্দেশে ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে কমিশন। আর তা সামনে আসতেই শোরগোল। তালিকা থেকে উঠে আসছে একের পর এক শাসক দলের ঘনিষ্ঠদের নাম। তবে এবার ধরা পড়ল বিপরীত চিত্র। ভুয়ো তালিকায় এ বার নাম জড়াল কেন্দ্রীয় মন্ত্রীর (Central Minister) আত্মীয়র! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে , ভুয়ো শিক্ষিকার তালিকায় নাম রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার গাইঘাটা বিধানসভা কেন্দ্রের গোবরডাঙা খাটুরা হাই স্কুলের শিক্ষিকা সুস্মিতা দাসের। ঠাকুরনগর চৌরঙ্গি শিমুলপুর কাঁঠালতলা এলাকার বাসিন্দা সুস্মিতা জীবন বিজ্ঞানের শিক্ষিকা। সূত্রের খবর, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) আত্মীয়া সুস্মিতা। এই বিষয়কে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

এ বিষয়ে ঠাকুরনগর এলাকার তৃণমূল নেতা নরোত্তম বিশ্বাসের দাবি, সুস্মিতা দাস ও তার পরিবার বহুদিন ধরেই বিশেষ এক রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, সেই সূত্রে এই চাকরির পিছনে হাত থাকতে পারে। অন্যদিকে, খাটুরা হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শঙ্কর দত্ত জানিয়েছেন, “শুনেছি ওই শিক্ষিকা ও তার পরিবার বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। যদি কোনও রকম এই ধরনের অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে আইন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। ”

name

এই প্রসঙ্গে, বিশেষ রাজনৈতিক দলের নেতা প্রদীপ মুখোপাধ্যায়ের মন্তব্য, যদি কোনও নেতা-কর্মী ভুয়ো শিক্ষক কাণ্ডে জড়িত থাকে, তবে দল তার পেছনে থাকবে না। আইন আইনের পথে চলবে। ভুয়ো শিক্ষকের তালিকা কথা প্রকাশ্যে আসতেই বিষয়টি শোরগোল পড়ে গেছে গোটা এলাকায়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর