দরকার দীর্ঘ বিশ্রাম, IPL-এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ সিরিজে ভারতীয় দলে নেই পন্থ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কেমন আছেন রিশভ পন্থ (Rishabh Pant)। শুক্রবার ভারতীয় তারকা উইকেটরক্ষক ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তারপর আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এখন আশঙ্কা করা হচ্ছে যে অস্ট্রেলিয়া সিরিজ (India vs Australia)  এবং আসন্ন আইপিএল ২০২৩-এ (IPL 2023) তিনি মাঠে নামতে পারবেন না। আপাতত তাকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে রাখা হয়েছে, যেখান থেকে পাওয়া তার চোটের ব্যাপারে আসা বিস্তারিত বিবরণ শুনে এমন সম্ভাবনাই প্রবল বলে মনে করা হচ্ছে।

ম্যাক্স হাসপাতালে ভর্তি হওয়ার আগে পন্থকে দুর্ঘটনার পর প্রাথমিক চিকিৎসার জন্য রুরকির কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। গতকাল বিসিসিআই (BCCI) পন্থের চোটের ব্যাপারে অফিসিয়াল বিবৃতি দিয়েছে। তাদের বিবৃতি অনুযায়ী ভারতীয় উইকেটরক্ষকের কপালে দুটি ক্ষত রয়েছে। এছাড়া তার ডান হাঁটুতে একটি লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং তার ডান হাতের কব্জি, গোড়ালি, পায়ের আঙুলেও আঘাত লেগেছে। ধাক্কার সময় ঘর্ষণের কারণে নিজের পিঠেও আঘাত পেয়েছেন পন্থ।

pant accident

গতকাল সন্ধ্যার পর ভারতের তারকা উইকেটরক্ষকের মস্তিষ্ক ও মেরুদণ্ডের এমআরআই-এর রিপোর্ট আসে। যে পরীক্ষাগুলি করা হয়েছিল সেগুলির ফলাফল স্বাভাবিক এসেছে। গুরুতর গাড়ি দুর্ঘটনার কারণে তার মুখের আঘাত ও চোখের ওপরের গভীর ক্ষতগুলোর জন্য চিকিৎসকরা প্লাস্টিক সার্জারিও করেছেন।

এই গুরুতর আঘাতের পর ভারতীয় উইকেটরক্ষককে কমপক্ষে চার থেকে ছয় মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে। এই সময়টা ভারতীয় দলের হয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং আইপিএলে নিজের দল দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৬তম সংস্করণে তার খেলার কোনও সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর