এই মন্ত্রালয়ের নাম বদলাতে চলেছেন প্রধানমন্ত্রী, রবিবার করলেন বড় ঘোষণা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) রবিবার বড় ঘোষণা করে জানান যে, মিনিস্ট্রি অফ শিপিং এর নাম বদলানো হচ্ছে। এখন থেকে এই মন্ত্রালয় মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ এর নামে পরিচিতি পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঘোঘা আর হঞ্জিরার মধ্যে রো-পেক্স পরিষেবার উদ্বোধন করেন। আর এই উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ঘোষণা করেন। এর আগে, এই বছর জুলাই মাসে নরেন্দ্র মোদী সরকার মানব সংসাধন বিকাশ মন্ত্রালয়ের নাম পাল্টে শিক্ষা মন্ত্রালয় রেখেছিল।

X