দক্ষিণ ভারত থেকে হলিউড, এই সকল তারকারা নিজেদের ধর্ম ছেড়ে গ্রহণ করেছেন হিন্দু ধর্ম

বাংলাহান্ট ডেস্ক : সনাতন হিন্দু ধর্মকে পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্ম হিসেবে গণ্য করা হয়। পৃথিবীতে এমন বহু মানুষ আছোন যারা নিজেদের ধর্ম ত্যাগ করে গ্রহণ করেছেন হিন্দু ধর্ম। এই তালিকায় বহু হলিউড তারকাও রয়েছেন। আজকের এই প্রতিবেদনে আমরা এমন কিছু তারকার নাম তুলে ধরেছি যারা নিজেদের শান্তির জন্য গ্রহণ করেছেন হিন্দু ধর্ম (Hinduism)।

নয়নতারা (Nayantara): নয়নতারা দক্ষিণ ভারতের সিনেমা জগতে এক পরিচিত নাম। তিনি অভিনয় করেছেন বহু হিট ছবিতে। বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতে খুব শীঘ্রই তাকে দেখা যাবে। এই অভিনেত্রী জন্মগ্রহণ করেন এক খ্রিস্টান পরিবারে। পরবর্তীকালে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন।

nayanthara

জুলিয়া রবার্টস (Julia Roberts): হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টসকে সবাই এক ডাকে চেনে। তবে অনেকেই জানেন না যে জীবনের একটা সময় তিনি হিন্দু ধর্মের প্রতি প্রবল আকৃষ্ট হয়ে পড়েন। এরপর তিনি স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করে।

julia roberts 1068x609

মাইলি সাইরাস (Miley Cyrus): এই মার্কিন অভিনেত্রী বাড়িতে লক্ষ্মী পুজো করেন। এক সাক্ষাৎ করে তিনি জানিয়েছিলেন যে শান্তির জন্য তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন।

miley cyrus attends the versace fw23 show at pacific design news photo 1678427260

জন কোলট্রেন (John Coltrane): জন কোলট্রেন আমেরিকার বিখ্যাত গায়ক। তার অসংখ্য অনুরাগী রয়েছে বিশ্বজুড়ে। তিনি একটা সময় খ্রিস্টান ধর্ম পালন করতেন। তবে পরবর্তীকালে হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তিনি সনাতন হিন্দু ধর্ম গ্রহণ করেন।

john coltrane 1068x609

ট্রেভর (Trevor): ট্রেভর আমেরিকার অন্যতম একজন প্রসিদ্ধ গায়ক। তিনি এতটাই হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন যে তিনি একজন তপস্মীর মতো জীবন কাটাতেন।

Trevor

 

উইল স্মিথ (Will Smith): উইল স্মিথ হলিউডের অন্যতম একজন জনপ্রিয় অভিনেতা। তার অভিনয় সত্তা বহু মানুষকে আকৃষ্ট করে। বিখ্যাত এই তারকাও হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয় হিন্দু ধর্ম গ্রহণ করেন।

Will Smith


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর