প্রথম ওভারেই ৩ উইকেট, টি-২০ বিশ্বকাপে ইতিহাস গড়লেন নামিবিয়ার ২৩ বছরের বোলার

বাংলা হান্ট ডেস্কঃ বড় মঞ্চে নিজেকে প্রমাণ করেই নায়ক হয়ে উঠতে হয়, বুধবার স্কটল্যান্ড নামিবিয়ার খেলায় এরই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ২৩ বছর বয়সী এক তরুণ তুর্কি। নামিবিয়ার এই জোরে বোলারকে এর আগে পর্যন্ত হয়তো চিনতেন না কেউই, তবে বিশ্বকাপের মঞ্চে এমন এক রেকর্ড গড়লেন তিনি যা এখন বিশ্বজুড়ে তার পরিচিতি গড়ে তুলেছে। এই জোরে বোলার সর্বসাকুল্যে এখনও পর্যন্ত খেলেছেন মাত্র পাঁচটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। এর আগে পর্যন্ত তার ঝুলিতে উইকেট ছিল মাত্র পাঁচটি।

কিন্তু আজ সেই রুবেন ট্রাম্পেলম্যান নিজের প্রথম ওভারে একা হাতেই শেষ করে দিলেন স্কটল্যান্ডের মতো পরিচিত দলকে। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম ওভারে তিনজন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরাতে পারেননি কোন বোলারই। এবার এই বিরল রেকর্ড গড়ে ফেললেন ২৩ বছর বয়সী রুবেন। টসে জিতে এদিন স্কটল্যান্ডকে প্রথম ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছিলেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাস। বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশকে চাপে ফেলে দেওয়া স্কটল্যান্ডের শুরুটা যে এমন হবে তা হয়তো ভাবতে পারেননি কেউই।

কিন্তু বাঁহাতি রুবেনের সামনে এদিন প্রথম বলেই বোল্ড হন জর্জ মুন্সে। এরপরের বলটি অবশ্য ছিল ওয়াইড। ওভারের দ্বিতীয় বলেও কোনও রান দেননি রুবেন। তৃতীয় বলে ফের তার শিকার হন ক্যালাম ম্যাকলিওড। খাতা খোলার আগেই উইকেটকিপারের হাতে ক্যাচ দেন তিনি। এরপরের বলটিও ছিল ওয়াইড। কিন্তু ওভারের চতুর্থ বলে ফের স্কটল্যান্ডকে বড় ধাক্কা দেন রুবেন। তার দ্রুতগতির বল সোজা আছড়ে পড়ে রিচি বেরিংটনের প্যাডে। যা দেখে আঙুল তুলতে কোন অসুবিধা হয়নি আম্পায়ারের। প্রথম ওভারেই এভাবে ভেঙে পড়ার পর গোটা ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্কটল্যান্ড। নির্ধারিত কুড়ি ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৯ রানেই শেষ হয়ে যায় তাদের মিনিং

নিজের নির্ধারিত ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন রুবেন। এই বাঁহাতি বোলার এর আগে পর্যন্ত মোট ১৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৪১টি উইকেট নিয়েছেন। এছাড়া নটি টি-টোয়েন্টি ম্যাচে ১০ উইকেট এবং দশটি লিস্ট-এ ম্যাচে ১১ টি উইকেট নিয়েছেন তিনি। স্কটল্যান্ড রয়েছে ভারতের গ্রুপেই। পাকিস্তান ম্যাচ বাঁহাতি বোলার শাহীন শাহ আফ্রীদি যথেষ্ট সমস্যায় ফেলেছিলেন রোহিত-রাহুলকেও। তাই স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে অবশ্যই রুবেনের থেকে সাবধান থাকতে হবে রোহিতদের।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর