বিহারে সিআরপিএফের সাংষ্কৃতিক অনুষ্ঠানে অতিথি নানা, করলেন ক্ষেতে হাল চাষও

Published On:

বা‌ংলাহান্ট ডেস্ক: দুদিনের জন‍্য বিহার পৌঁছালেন অভিনেতা নানা পাটেকর (nana patekar)। দুদিন এখানে থাকবেন তিনি। বিভিন্ন রূপে এদিন ধরা দিলেন নানা পাটেকর। কখনও তাঁকে দেখা গেল জমিতে চাষ করতে আবার কখনও সিআরপিএফ জওয়ানদের সঙ্গে কথাবার্তা বলে তাদের মনোবল বাড়াতে।
পাটনা বিমানবন্দর থেকে সোজা সিআরপিএফ এর মোকামা ঘাট গ্রুপ কেন্দ্রে এসে নামে অভিনেতার হেলিকপ্টার। গ্রুপ কেন্দ্রের প্রধান ডিআইজি অনিল কুমারের নেতৃত্বে স্বাগত জানানো হয় তাঁকে। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর সাটে অন্টা গ্রামে পৌঁছান নানা। শনিবার জমিতে চাষ করতে দেখা যায় তাঁকে।

শুধু তাই নয়, ক্ষেতে বীজরোপন করে ওষুধের ক্ষেত শুরু করেন নানা। এক স্বৈচ্ছাসেবী সংস্থা এই যোজনা চালু করে। গ্রামের অত‍্যাধুনিক প্রযুক্তিতে চালিত খাদি ভান্ডারেও উপস্থিত হন অভিনেতা। সেখানেও কাজ করতে দেখা যায় তাঁকে। নানার আসার খবর শুনে স্বাভাবিক ভাবেই অনুরাগীদের ভিড় উপচে পড়ে। তাদের সঙ্গেও কথাবার্তা বলেন অভিনেতা।


এরপর সিআরপিএফের গ্রুপ কেন্দ্রে ফিরে আসেন নানা। এখানে এসেও আরও একবার জওয়ানদের মনোবল বাড়াতে, তাদের উৎসাহ দিতে দেখা যায় তাঁকে। সিআরপিএফের পোশাকেও এদিন ক‍্যামেরাবন্দি হন অভিনেতা। নিজের ছবির জনপ্রিয় সংলাপ বলে শোনান। সিআরপিএফের সাংষ্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন নানা।


অনুষ্ঠানে সিআরপিএফের আইজি, ডিআইজি সহ অন‍্য জওয়ানরাও উপস্থিত ছিলেন। মোকামার অন্টা গ্রামে আয়োজিত এই অনুষ্ঠান স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আয়োজন করা হয়েছিল। রবিবার সকালে ফের ক্ষেতে চারা রোপনের পর পাটনা বিমানবন্দর থেকে মুম্বই ফেরেন নানা।

https://www.instagram.com/p/CB-SMMFlfgR/?igshid=k6weq2lqcr7q

https://www.instagram.com/p/CB_GWZFFzAF/?igshid=1u6magh8ulm6v

https://www.instagram.com/p/CB-SMMFlfgR/?igshid=jmo5n6bo1xoc

https://www.instagram.com/p/CB-muutF9Io/?igshid=1fmjz7m41mm48

প্রসঙ্গত, পাটনায় এসে সুশান্ত সিং রাজপুতের বাড়িতেও যান নানা পাটেকর। সেখানে তাঁর পরিবারের সদস‍্যদের সঙ্গে কথাবার্তা বলেন। সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেইসব ছবি, ভিডিও।

সম্পর্কিত খবর

X