বাংলা হান্ট ডেস্কঃ আপাতত সুরক্ষিত রাখা হল নন্দীগ্রাম (Nandigram) মামলার রায়। নন্দীগ্রামের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে (High Court) মামলা করেছিলেন সেই কেন্দ্রের পরাজিত প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূলের দাবি ছিল, নন্দীগ্রামের গণনায় কারচুপি হয়েছে বলেই মুখ্যমন্ত্রীকে হারের মুখ দেখতে হয়েছে। আরেকদিকে, মুখ্যমন্ত্রী নিজে ২ মে দাবি করেছিলেন যে, গোটা বাংলার এক রায়, নন্দীগ্রামের আরেক রায় হতে পারে না। ওনার সেদিনের এই মন্তব্যই প্রমাণ করে দিয়েছিল যে, তিনি নন্দীগ্রামের রায়কে চ্যালেঞ্জ জানাতে পারেন। আর সেই মতই হাইকোর্টের দরজায় কড়া নেড়েছিলেন তিনি।
এর আগে নন্দীগ্রামের মামলার শুনানি ছিল, কিন্তু তা স্থগিত হয়ে যায়। এরপর বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে মামলা সরানোর জন্য, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বিচারপতি কৌশিক চন্দের একটি ছবি ভাইরাল হওয়ায়, কৌশিক চন্দ সক্রিয় বিজেপি সমর্থক হওয়ার অভিযোগ করে তাঁর এজলাস থেকে মামলা সরিয়ে অন্য বেঞ্চে করার আর্জি করেন মুখ্যমন্ত্রী।
কিন্তু মুখ্যমন্ত্রীর এই আর্জি খারিজ হয়ে যায়। নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে সরানোর আবেদন খারিজ হয়ে, বিচারপতি কৌশিক চন্দের এজলাসের রাখা হয়। পাশাপাশি বৃহস্পতিবার সকাল ১১ টায় এই মামলার শুনানির সময়ও নির্ধারণ করা হয়। বিচারপতি কৌশিক চন্দের বিরুদ্ধে করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ কার্যত ধোপেই টেকে নি। খারিজ হয়ে যায় মুখ্যমন্ত্রীর আর্জি। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসেই সকাল ১১ টায় নন্দীগ্রাম মামলার শুনানি শুরু হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ভার্চুয়ালি হাজির হয়েছিলেন এই মামলায়। আজ এই মামলার শুনানিতে দুই পক্ষের যুক্তিতর্ক শোনার পর মামলার রায় সুরক্ষিত রাখা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে।