বাংলা হান্ট ডেস্কঃ নন্দীগ্রাম নিয়ে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে। সরাসরি ফেসবুকে নাম করে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একটি ভিডিও পোস্ট করে শুভেন্দু অভিযোগ করে যে, তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় নন্দীগ্রামের এক দোকানদারকে শাসাচ্ছেন, কারণ তিনি নন্দীগ্রামের বাসিন্দা! শুধু তাই নয়, এই ঘটনা ঘিরে বিজেপি নেতা তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিকেও।
সারা রাজ্যের তৃণমূল নেতাদের বরাত কি দেওয়া হয়েছে নন্দীগ্রামবাসীদের হেনস্থা করার? প্রশ্ন শুভেন্দুর (Suvendu Adhikari)
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি, তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় তাঁর বিধানসভা কেন্দ্রের এক বাসিন্দাকে প্রকাশ্যে শাসাচ্ছেন। কারণ, ওই ব্যক্তি নন্দীগ্রামের বাসিন্দা। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে শুভেন্দু (Suvendu Adhikari) লেখেন, “নন্দীগ্রামে ওনার মালকিন মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন বলে কি সারা রাজ্যে তৃণমূল নেতাদের বরাত দেওয়া হয়েছে নন্দীগ্রামবাসীদের হেনস্থা করার?” এই বক্তব্যে কার্যত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেই কটাক্ষ করেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর ইঙ্গিত, রাজ্য জুড়ে যেন পরিকল্পিতভাবে নন্দীগ্রামবাসীদের শত্রু মনে করছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।
ফেসবুক পোস্টে রামেন্দু সিংহ রায়কে সোজাসাপটা হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু লিখেছেন, “নন্দীগ্রামবাসী বলেই শুভেন্দু অধিকারীর লোক নয়, কিন্তু শুভেন্দু অধিকারী প্রত্যেক নন্দীগ্রামবাসীর লোক। কথাটা মাথায় রাখবেন।” এই বক্তব্য রাজনীতির ময়দানে শুধু ব্যক্তিগত লড়াই নয়, বরং নন্দীগ্রাম বনাম তৃণমূলের লড়াই হিসেবেই ব্যাখ্যা করছে রাজনৈতিক মহল। শুভেন্দু কার্যত বোঝাতে চেয়েছেন, তিনি এখন নন্দীগ্রামের প্রতীক, তাই কোনও বাসিন্দার হেনস্থা মানেই তাঁর হেনস্থা।
আরও পড়ুনঃ সাত সকালে দাপুটে তৃণমূল নেতার ভাইপোকে কুপিয়ে খুন! চাঞ্চল্য কাকদ্বীপে
ভিডিও ঘিরে জল্পনা তুঙ্গে, রাজনৈতিক বার্তা স্পষ্ট
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) যে ভিডিওটি পোস্ট করেছেন সেটি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা নিশ্চিত নয়, তবে পোস্টটি ঘিরে রাজনীতিতে তীব্র চর্চা শুরু হয়েছে। শুভেন্দুর (Suvendu Adhikari) কথায়, এটি নিছক রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং নন্দীগ্রামের মানুষের উপর ‘রাজনৈতিক প্রতিশোধ’ নেওয়ার চেষ্টা।