বাংলাহান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গের (West Bengal) প্রথম মহিলা মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পেলেন নন্দিনী চক্রবর্তী। বুধবার তাঁর মেয়াদ শেষ হওয়া মুখ্যসচিব মনোজ পন্থের স্থলাভিষিক্ত হয়ে তিনি এই ঐতিহাসিক পদে নিযুক্ত হয়েছেন। এই নিয়োগের মাধ্যমে রাজ্যের শীর্ষ প্রশাসনিক পদে দুই নারী—মহিলা মুখ্যমন্ত্রী ও মহিলা মুখ্যসচিব—একসঙ্গে দায়িত্ব পালন করবেন।
রাজ্যের (West Bengal) প্রথম মহিলা মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী!
মনোজ পন্থের মুখ্যসচিব পদে মেয়াদ বুধবার শেষ হয়েছে। অবসর গ্রহণের পরেও তিনি প্রশাসনের সঙ্গে যুক্ত থাকবেন। তাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে, যেখানে তিনি মুখ্যসচিবের সমমর্যাদায় কাজ করবেন। পন্থ এর আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রধান সচিবের দায়িত্বেও ছিলেন।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! ক্রেডিট কার্ড ব্যবহার করার সময়ে করবেন না এই ভুলগুলি, নাহলেই পড়বেন দুর্ভোগে
নতুন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার এবং রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সাম্প্রতিককালে রাজ্য স্বরাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর পূর্বে বরুণ রায়, অত্রি ভট্টাচার্য ও প্রভাত মিশ্রের মতো উচ্চপদস্থ আধিকারিকরাও এই পদের জন্য বিবেচিত হলেও চূড়ান্তভাবে নন্দিনীকেই নির্বাচিত করা হয়।
নন্দিনী চক্রবর্তী একাধিক বিতর্কেরও কেন্দ্রবিন্দুতে ছিলেন। তিনি রাজ্যপালের প্রধান সচিব হিসেবে দায়িত্ব পালনকালে সেন্ট জেভিয়ার্স কলেজ সমাবর্তনে রাজ্যপালের ভাষণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, যেখানে অভিযোগ উঠেছিল ভাষণটিতে মুখ্যমন্ত্রীর অতিরিক্ত প্রশংসা ছিল। এই ঘটনার পর রাজভবন ও নবান্নের মধ্যে চাপানউতোর পরিস্থিতি তৈরি হয় এবং শেষ পর্যন্ত তাঁকে সরিয়ে পর্যটন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন:অর্থনীতি থেকে নিরাপত্তা এবং কূটনীতি! ২০২৫-এ কোন কোন বড় পরিবর্তনের সাক্ষী থাকল ভারত?
২০২৩ সালের ডিসেম্বরে পর্যটন দপ্তর থেকে তাঁকে স্বরাষ্ট্রসচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় এবং এখন সেখান থেকে সরাসরি মুখ্যসচিব পদে উন্নীত করা হলো। তাঁর শূন্য হওয়া স্বরাষ্ট্রসচিব পদে নিযুক্ত হয়েছেন জগদীশপ্রসাদ মিনা, এবং পর্যটন দপ্তরের দায়িত্ব পেয়েছেন বরুণ রায়। এই ব্যাপক রদবদলের মাধ্যমে রাজ্য প্রশাসনকে আরও গতিশীল করতে চাইছে সরকার বলে মনে করা হচ্ছে।












