দোকানের বয়স্ক কর্মীকে গালিগালাজ! নিজের দোষে হাত পুড়িয়ে হাউমাউ করে কাঁদলেন নন্দিনী

বাংলাহান্ট ডেস্ক: জনপ্রিয়তা কমে গেলেও এখনো ভাইরাল নন্দিনী দিদিকে (Nandini Didi) ভোলেনি মানুষ। ইউটিউব ভিডিওর দৌলতে চর্চায় উঠে এসেছিলেন তিনি। কিন্তু সমস্ত ভাইরাল বিষয়ই এক সময় না এক সময় ঝিমিয়ে যায়। ব্যতিক্রম নয় নন্দিনী দিদিও। তাঁকে নিয়ে মাতামাতি আগের থেকে অনেকটাই কম। তবে এখনো মাঝে মধ্যেই বিভিন্ন কারণে লাইমলাইট কেড়ে নেন নন্দিনী দিদি।

মমতা গঙ্গোপাধ্যায়, নেটপাড়ায় যিনি পরিচিত ‘স্মার্ট দিদি নন্দিনী’ নামে। জিন্স, টিশার্ট, গলায় ঝোলানো ব্লুটুথ হেডফোন। রাস্তার ধারে পাইস হোটেলে ব্যস্ত এমন একটি মেয়েই রাতারাতি ভাইরাল হয়ে যায় ইউটিউব ভিডিওর মাধ্যমে। নিজের বাবার পাশে দাঁড়িয়ে ভাতের হোটেলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নন্দিনী।

Nandini didi trolled again for a recent video

ইউটিউব ভিডিওর দৌলতে জনপ্রিয়তা আরো বাড়ে তাঁর। এখন নিজস্ব ইউটিউব চ্যানেলও খুলে ফেলেছেন তিনি। তবে ইদানিং অন্য কারণে চর্চায় উঠে আসছে নন্দিনীর নাম। তাঁর কিছু কাণ্ডকারখানা ট্রোলের নিশানায় উঠে আসছে। এবার নিজের দোষেই নিজের হাত পুড়িয়ে বসলেন নন্দিনী দিদি।

একটি ভিডিওতে দেখা যায়, কড়াই ভর্তি গরম তেলের মধ্যে কিছু ভাজার জন্য ছাড়ছেন তিনি। অন্যদিকে তাকিয়ে গরম তেলে ছাড়তে গিয়ে ফুটন্ত তেল ছিটকে আসে নন্দিনীর হাতে। সঙ্গে সঙ্গে ব্যথায় কুঁকড়ে যান নন্দিনী। হাত ধরে রাস্তাতেই বসে পড়তে দেখা যায় তাঁকে। জল দিয়ে জ্বালাপোড়া কমাতে দেখা যায় নন্দিনীকে।

ভিডিওটি দেখে অবশ্য নেটিজেনরা মন্তব্য করছেন, নন্দিনীর সঙ্গে উচিত কাজই হয়েছে। আসলে কিছুদিন আগেই দোকানের এক বয়স্ক কর্মীর উপরে চোট পাট করতে দেখা গিয়েছিল নন্দিনীকে। ওই কর্মীর একটু ভুলের জন্য কুৎসিত গালিগালাজও করেছিলেন তিনি। আর এবার নিজের ভুলেই হাত পোড়ালেন নন্দিনী। জনপ্রিয়তা পেয়ে ঔদ্ধত্য বেড়ে গিয়েছে নন্দিনী দিদির, বক্তব্য নেটিজেনদের।

Niranjana Nag

সম্পর্কিত খবর