মাত্র ১৯ বছর বয়সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট! বিশ্বের সর্বকনিষ্ঠা CA হয়ে নজির গড়লেন ভারতের নন্দিনী আগরওয়াল

Published on:

Published on:

Nandini's Success Story will surprise you.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজ অনন্য এক সাফল্যের কাহিনি (Success Story) বলব।যখন অধিকাংশ শিক্ষার্থী উনিশ বছর বয়সে কলেজ জীবন বা কেরিয়ার নিয়ে চিন্তিত থাকে, ঠিক সেই সময়ই মাত্র উনিশ বছর বয়সে দেশের অন্যতম কঠিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষায় সর্বভারতীয় প্রথম স্থান অধিকার করে নজির গড়লেন মধ্যপ্রদেশের মোরেনার নন্দিনী আগরওয়াল। তার এই অসামান্য কৃতিত্ব কেবল জাতীয় স্তরেই নয়, আন্তর্জাতিক স্তরেও স্বীকৃতি পেয়েছে, কারণ তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী নারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অংশ হয়েছেন।

নন্দিনী আগরওয়ালের অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story):

নন্দিনীর এই অসাধারণ সাফল্যের ভিত রচিত হয়েছিল শৈশব থেকেই। পড়াশোনায় অত্যন্ত মেধাবী নন্দিনী স্কুলজীবনে দুটি ক্লাস অতিক্রম করে মাত্র ১৩ বছর বয়সে দশম শ্রেণির এবং ১৫ বছর বয়সে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হন। একবার এক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারীর সঙ্গে সাক্ষাৎ তার মনে গভীর প্রভাব ফেলেছিল, এবং তখন থেকেই কম বয়সে সিএ হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি, যা পরবর্তীতে তার জীবনের প্রধান লক্ষ্যে পরিণত হয়।

আরও পড়ুন:আর নয় অপেক্ষা! নতুন বছরের শুরুতেই বুলেট ট্রেন চলাচলের দিনক্ষণ সামনে আনলেন রেলমন্ত্রী

ভারতের সবচেয়ে কঠিন পেশাদার পরীক্ষাগুলির অন্যতম এই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষায় বহু প্রার্থীকেই বছরের পর বছর সংগ্রাম করতে হয়। কিন্তু নন্দিনী অদম্য আত্মবিশ্বাস নিয়ে এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। ২০২১ সালের জুলাই মাসে অনুষ্ঠিত সিএ ফাইনাল পরীক্ষায় ৮০০ নম্বরের মধ্যে তিনি ৬১৪ নম্বর (৭৬.৭৫ শতাংশ) অর্জন করে অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১-এর মর্যাদা লাভ করেন। এই কৃতিত্ব ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও জাতীয় রেকর্ড হিসেবে স্বীকৃত হয়েছে।

এই অনবদ্য সাফল্যের পিছনে তার পরিবার, বিশেষ করে তার দাদা শচীন আগরওয়ালের অবদান অনস্বীকার্য। শচীনও একই সঙ্গে সিএ পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন এবং সেই পরীক্ষায় অল ইন্ডিয়া র্যাঙ্ক ১৮ অর্জন করেন। পরিবারের সক্রিয় সমর্থন, দাদার গাইডেন্স এবং পড়াশোনার অনুকূল পরিবেশ নন্দিনীকে এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে অত্যন্ত সাহায্য করেছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

Nandini's Success Story will surprise you.

আরও পড়ুন:মানবিকতার জয়! বরফে আটকে থাকা শিয়ালশাবককে মৃত্যুর মুখ থেকে ফেরালেন পর্বতারোহী, ভাইরাল ভিডিও

তবে এই সাফল্যের পথ মসৃণ ছিল না। মাত্র ষোলো বছর বয়সে আর্টিকেলশিপের জন্য আবেদন করার সময় বয়স কম হওয়ায় তাকে বেশ বাধার সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু সে সব প্রতিবন্ধকতা তার দৃঢ় সংকল্পকে টলাতে পারেনি। আজ নন্দিনী আগরওয়াল শুধু একজন সফল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নন, বরং ইউটিউব ও ইনস্টাগ্রামের মাধ্যমে লক্ষাধিক তরুণ-তরুণীর জন্য এক জীবন্ত অনুপ্রেরণা। তার জীবনকাহিনি প্রমাণ করে দেয় যে স্পষ্ট লক্ষ্য, অক্লান্ত পরিশ্রম এবং দৃে মনোবল থাকলে বয়স কখনোই সাফল্যের প্রতিবন্ধক হতে পারে না।