বাংলাহান্ট ডেস্ক: বাংলা সাহিত্য জগতে ইন্দ্রপতন। চলে গেলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপক প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ (narayan debnath)। মঙ্গলবার সকাল ১০ টা ১৫ মিনিট নাগাদ প্রয়াত হন শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। প্রবাদ প্রতিম শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্য জগৎ।
বেশ কিছুদিন ধরেই বয়স জনিত সমস্যায় ভুগছিলেন নারায়ণ দেবনাথ। গত বছর ২৪ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছে নারায়ণ দেবনাথকে। তাঁর শরীরে সোডিয়াম পটাশিয়ামের তারতম্য দেখা দিয়েছিল বলে খবর। বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। গত ১৬ জানুয়ারি আচমকাই অবস্থার অবনতি হতে থাকে। ভেন্টিলেশনে রাখা হয় প্রবীণ শিল্পীকে। কিন্তু চিকিৎসকদের আর সুযোগ দিলেন না তিনি।
শোকের মধ্যেও একটাই সান্ত্বনা, পদ্মশ্রী পুরস্কার ছুঁয়ে দেখে যেতে পারলেন প্রবীণ কার্টুনিস্ট। কিছুদিন আগেই হাসপাতালে তাঁর কাছে পৌঁছে দেওয়া হয়েছে পদ্মশ্রী সম্মান। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাসও। সেই ২০২১ সালে ঘোষনা হয়েছিল পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন নারায়ণ দেবনাথ। কিন্তু ১১ মাস কেটে গেলেও সে পুরস্কার হাতে ওঠেনি তাঁর। শেষমেষ হাসপাতালের বেডে শুয়েই পুরস্কার নেন ‘হাঁদা ভোঁদা’, ‘বাঁটুল দি গ্রেট’ এর স্রষ্টা।
গত বছরই পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের নাম ঘোষনা করা হয়েছিল। কিন্তু ৯৮ বছর বয়সী নারায়ণ দেবনাথ বার্ধক্যজনিত সমস্যার কারণেই দিল্লি যেতে পারেননি। কিন্তু কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, শিল্পী নিজে না আসতে পারেন, তাঁর পরিবারের তরফে অন্তত দুজনকে আসতেই হবে দিল্লি। তবেই তাঁদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।
সেই মতো নারায়ণ দেবনাথের নাতি স্বর্ণাভ এবং নাতনি অ্যালিসিয়া যাবেন দিল্লি দাদুর পুরস্কার নিয়ে আসতে। কিন্তু তারপরেই সিদ্ধান্ত বদলে কেন্দ্রের তরফে জানানো হয়, কাউকেই দিল্লি আসার দরকার নেই। বরং কলকাতায় বর্ষীয়ান কার্টুনিস্টের বাড়িতে পৌঁছে দেওয়া হবে পুরস্কার।
কিন্তু আশ্বাসই সার। এত মাস কেটে গেলেও পদ্ম পুরস্কার আর এসে পৌঁছায়নি কলকাতা। বর্ষীয়ান কার্টুনিস্টের পরিবারের সদস্যরাও চিন্তায় ছিলেন। শেষমেষ কিছুদিন আগেই পুরস্কার ওঠে নারায়ণ দেবনাথের হাতে। আর তারপরেই এই দুঃসংবাদ। শিল্পীর প্রয়াণে অনাথ হল হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে। অনাথ হল তাঁর অসংখ্য গুণমুগ্ধ পাঠক।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট