১৫ ই জুলাই দেখা যাবে ভারত-জাপান বন্ধুত্বের নির্দশন, ‘রুদ্রাক্ষ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে (varanasi) ‘রুদ্রাক্ষ’ (rudraksh) আন্তর্জাতিক সহযোগিতা কনভেনশন কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narndra modi)। জাপানি (japan) আদোবে সাজানো এই রুদ্রাক্ষ উদ্বোধনে থাকবেন জাপানি প্রতিনিধিরাও। এই কনভেনশন সেন্টার চত্বরে রুদ্রাক্ষ চারাও রোপণ করবেন প্রধানমন্ত্রী।

এই কনভেনশন সেন্টারে ইন্দোজাপান শিল্প ও সংস্কৃতির আয়োজনও করা হয়েছে। বিশ্বের প্রাচীনতম এবং প্রাণবন্ত শহর কাশীতে বন্ধু দেশ জাপানের একটি অংশ তুলে ধরা হয়েছে। সেরা সংগীত কনসার্ট, কনফারেন্স, নাটক এবং প্রদর্শনীর মতো নানা অনুষ্ঠানের আয়োজন করা যাবে এখানে।

২০১৫ সালে যখন তৎকালীন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে বারানসীতে এসেছিলেন, তখনই এই ‘রুদ্রাক্ষ’র ভিত্তি স্থাপন করা হয়েছিল। শিবলিঙ্গের আকারের এই রুদ্রাক্ষে ১০৮ টি স্টিলের রুদ্রাক্ষ স্থাপন করা হয়েছে। এটি দেখতে যতোটা সুন্দর, এই গুণাবলিও ঠিক ততোটাই সুন্দর।

এই রুদ্রাক্ষে সমস্ত উন্নত ধরণের পদ্ধতির সঙ্গে গ্রাউন্ড ফ্লোর এবং প্রথম তলায় ১২০০ জন মানুষ একসঙ্গে বসতে পারবেন। তবে তাঁদের বসার জন্য ভিয়েতনাম থেকে চেয়ারের ব্যবস্থাও করা হয়েছে। এখানে ৩ একর জমিতে ১৮৬ কোটি টাকা খরচা করে ১২০ টি গাড়ি পার্কিং-র ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রতিবন্ধীদের জন্যও হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে।

একসঙ্গে ১৫০ জন বসতে পারবেন এমন গ্যালারিও তৈরি করা হয়েছে। জাপানের একটি সংস্থা ওরিয়েন্টাল কনসালট্যান্ট গ্লোবাল এই রুদ্রাক্ষের ডিজাইন করেছে এবং জাপানের ফুজিটা কর্পোরেশন নির্মান কাজের দায়িত্বে রয়েছে। এখানে একটি ছোট জাপানি বাগানও করা হয়েছে।

X