অ্যাকাউন্টে ঢুকবে ২০০০ টাকা! তৃতীয়বার প্রধানমন্ত্রী হতেই কৃষকদের পক্ষে বিরাট সিদ্ধান্ত মোদীর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার তৃতীয়বার এদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাষ্ট্রপতি ভবনে এক বর্ণাঢ্য হিসেবে শপথ নিয়েছেন মোদী সহ ৭২ জন মন্ত্রী। এবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েই প্রথম সিদ্ধান্ত নিলেন ‘নমো’। কিষাণ সম্মান নিধি (Kisan Samman Nidhi) সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন তিনি।

গতকাল রাষ্ট্রপতি ভবনে দাঁড়িয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী (Prime Minister) হিসেবে শপথ নেন মোদী। আর তারপরেই প্রথম সিদ্ধান্ত নিলেন পিএম। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন এর ফলে উপকৃত হবেন এদেশের অগুনতি কৃষক। আসলে কিষাণ সম্মান নিধি সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করে প্রধানমন্ত্রী ১৭তম কিস্তি পাশ করেছেন। এবার দেশের ৯.৩ কোটি কৃষকের অ্যাকাউন্টে এই যোজনার পরবর্তী কিস্তির টাকা ঢুকে যাবে। জানা যাচ্ছে, এর জন্য কেন্দ্রের প্রায় ২০,০০০ কোটি টাকা ব্যয় হবে।

আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসা নিয়ে উত্তাল রাজ্য! আক্রান্তদের নিরাপত্তা চাই, এবার হাই কোর্টে ছুটলেন শুভেন্দু

পিএম মোদীর (PM Modi) মুখে কৃষকদের কল্যাণের কথা বহুবার শোনা গিয়েছে। কৃষি ক্ষেত্রে অধিক কার্য হবে বলেও জানিয়েছেন তিনি। এরপরেই কৃষকদের পক্ষে একটি সিদ্ধান্ত নিলেন তিনি। জানা জাচ্ছে, প্রধানমন্ত্রী ফাইলে স্বাক্ষর করে দেওয়ায় শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধির পরবর্তী কিস্তি ঢুকে যাবে।

উল্লেখ্য, এই যোজনার অধীন প্রত্যেক কৃষক বছরে ২,০০০ করে ৬,০০০ টাকা পেয়ে থাকেন। এর আগে এই বছরের ফেব্রুয়ারি মাসে কিষাণ সম্মান নিধির শেষ কিস্তি ঢুকেছিল। সেটি এই যোজনার ১৬তম কিস্তি ছিল। এবার ১৭তম কিস্তি ঢুকতে চলেছে।

Narendra Modi

এদেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কিষাণ সম্মান নিধি চালু করা হয়। কেন্দ্রের এই যোজনার ফলে উপকৃত হয়েছেন এদেশের অগুনতি কৃষক। এবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর কৃষকদের জন্যই প্রথম সিদ্ধান্ত নিলেন মোদী। তাঁর এই সিদ্ধান্তের ফলে এদেশের অগুনতি কৃষক উপকৃত হবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রধানমন্ত্রী স্বাক্ষরের পর কিষাণ সম্মান নিধির ১৭তম কিস্তির টাকা ঢোকা স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করছে সকলে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X