বাংলায় ভোটপর্বের শেষ লগ্ন উপস্থিত, সকাল সকাল ট্যুইটে বার্তা দিলেন মোদী-শাহ-নাড্ডারা

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় ভোট পর্বের শেষ দফা উপস্থিত। চলছে অষ্টম দফার নির্বাচন। নির্বাচনের সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) থেকে শুরু করে অমিত শাহ (Amit Shah), জেপি নাড্ডারা (JP Nadda) বার্তা দিলেন বঙ্গবাসীর উদ্দেশ্যে।

1609197347 5fea67230df66 vote

আজ রাজ্যে ৪টি জেলার ৩৫ আসনে ভোট চলছে। মোট ৮৪ লক্ষ ৯৩ হাজার ২৫৫ জন ভোটারের মধ্যে ৪৩ লক্ষ ৭০ হাজার ৬৯৩ জন পুরুষ ও ৪১ লক্ষ ২২ হাজার ৪০৩ জন মহিলা। বীরভূম, মালদহ, মুর্শিদাবাদ এবং কলকাতায় চলছে ভোটদান পর্ব।

নির্বাচনের শেষ লগ্নের সকালেই ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটে লেখেন, ‘বাংলায় আজ শেষ দফার নির্বাচন। সকলকে করোনা বিধি নিষেধ মান্য করেই ভোট দেওয়ার অনুরোধ করছি। সেইসঙ্গে সুস্থভাবে সমৃদ্ধ করুন এই গণতন্ত্রের উৎসবকে’।

বাংলার মানুষের উদ্দেশ্যে ট্যুইট করলেন স্বরাস্ত্রমন্ত্রী অমিত শাহও। তিনি লেখেন, ‘বাংলায় আজ অন্তিম পর্বের ভোট। বাংলায় উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে পূর্বের সাত দফার মতই অধিক সংখ্যায় ভোট দান করার আবেদন জানাচ্ছি’।

অন্যদিকে ভোটারদের উজ্জীবিত করতে ট্যুইট করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। তিনি লেখেন, ‘বাংলায় আজ শেষ দফার ভোটদান চলছে। করোনা আবহে সতর্কবার্তা মান্য করে ‘সোনার বাংলা’ নির্মাণের জন্য সকলকে অনুরোধ করব অধিক সংখ্যায় ভোট দান করুন’।


Smita Hari

সম্পর্কিত খবর