বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় ভোট পর্বের শেষ দফা উপস্থিত। চলছে অষ্টম দফার নির্বাচন। নির্বাচনের সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) থেকে শুরু করে অমিত শাহ (Amit Shah), জেপি নাড্ডারা (JP Nadda) বার্তা দিলেন বঙ্গবাসীর উদ্দেশ্যে।
আজ রাজ্যে ৪টি জেলার ৩৫ আসনে ভোট চলছে। মোট ৮৪ লক্ষ ৯৩ হাজার ২৫৫ জন ভোটারের মধ্যে ৪৩ লক্ষ ৭০ হাজার ৬৯৩ জন পুরুষ ও ৪১ লক্ষ ২২ হাজার ৪০৩ জন মহিলা। বীরভূম, মালদহ, মুর্শিদাবাদ এবং কলকাতায় চলছে ভোটদান পর্ব।
Last phase of the 2021 West Bengal elections takes place today. In line with the COVID-19 protocols, I call upon people to cast their vote and enrich the festival of democracy.
— Narendra Modi (@narendramodi) April 29, 2021
নির্বাচনের শেষ লগ্নের সকালেই ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটে লেখেন, ‘বাংলায় আজ শেষ দফার নির্বাচন। সকলকে করোনা বিধি নিষেধ মান্য করেই ভোট দেওয়ার অনুরোধ করছি। সেইসঙ্গে সুস্থভাবে সমৃদ্ধ করুন এই গণতন্ত্রের উৎসবকে’।
আজ বাংলায় অষ্টম দফার অর্থাৎ অন্তিম পর্বের নির্বাচন।আমি এই পর্বের সকল ভোটারদের কাছে আবেদন জানাচ্ছি যে পূর্বের সাত দফা নির্বাচনের মতোই আপনারও বাংলায় উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে উৎসাহের সাথে অধিক সংখ্যায় ভোট দান করুন।
— Amit Shah (@AmitShah) April 29, 2021
বাংলার মানুষের উদ্দেশ্যে ট্যুইট করলেন স্বরাস্ত্রমন্ত্রী অমিত শাহও। তিনি লেখেন, ‘বাংলায় আজ অন্তিম পর্বের ভোট। বাংলায় উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে পূর্বের সাত দফার মতই অধিক সংখ্যায় ভোট দান করার আবেদন জানাচ্ছি’।
আজ পশ্চিমবঙ্গে শেষ দফার অর্থাৎ অষ্টম দফার নির্বাচন চলছে। আমি সকল ভোটারদের কাছে আবেদন করছি কোভিড সাবধানতা অবলম্বন করে 'সোনার বাংলা' নির্মাণের জন্য অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোট দিন।
— Jagat Prakash Nadda (@JPNadda) April 29, 2021
অন্যদিকে ভোটারদের উজ্জীবিত করতে ট্যুইট করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। তিনি লেখেন, ‘বাংলায় আজ শেষ দফার ভোটদান চলছে। করোনা আবহে সতর্কবার্তা মান্য করে ‘সোনার বাংলা’ নির্মাণের জন্য সকলকে অনুরোধ করব অধিক সংখ্যায় ভোট দান করুন’।