বাংলায় প্রথম দফা নির্বাচন শুরু হয়ে গিয়েছে, ট্যুইট করে সকলকে ভোট দেওয়ার আর্জি মোদী, শাহ, মমতার

বাংলাহান্ট ডেস্কঃ আজ বাংলায় (west bengal) প্রথম দফার নির্বাচন। বাংলায় নির্বাচনের বোধনেই বাংলায় ট্যুইট করে ভোটারদের উজ্জীবিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। বাংলায় ট্যুইট করে প্রধানমন্ত্রী মোদী রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার আর্জি জানালেন বঙ্গবাসীকে।

নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া প্রটোকল মান্য করেই কোন দলের হয়ে নয়, গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ট্যুইটে লেখেন, ‘পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই’।

অন্যদিকে নির্বাচনের সকালে বঙ্গবাসীর উদ্দেশ্যে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও (Mamata Banerjee)। তিনি ট্যুইটে লেখেন, ‘বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন’।

বাংলার মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (amit shah)। তিনি ট্যুইটে লেখেন, ‘আমি পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটারদের কাছে অনুরোধ করছি যে বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোটদান করুন। আপনার একটি ভোট সুভাষ চন্দ্র বসু, গুরুদেব ঠাকুর এবং শ্যামাপ্রসাদ মুখার্জীর মতন মহাপুরুষের চিন্তাধারা অনুযায়ী বাংলা গঠনের স্বপ্নকে বাস্তবায়িত করবে।

বাংলায় নির্বাচন শুরু হয়ে গিয়েছে। শনিবার প্রথম দফার নির্বাচনে বাংলার ৫ জেলার ৩০ আসনে চলছে ভোটগ্রহণ। পূর্ব মেদিনীপুরে ৭ আসন, পশ্চিম মেদিনীপুরে ৬, ঝাড়গ্রামে ৪, বাঁকুড়ার ৪ এবং পুরুলিয়ায় ৯ আসনে ভোট দান পর্ব চলছে। সকাল থেকে জেলার বুথে বুথে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতন। এখনও অবধি কোনরকম সমস্যার খবর পাওয়া যায়নি।


Smita Hari

সম্পর্কিত খবর