ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চিন্তিত মোদী! দিলেন বড় প্রতিক্রিয়া, তীব্র নিন্দা রাহুল গান্ধীর

বাংলা হান্ট ডেস্ক: আমেরিকার (America) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নির্বাচনী সমাবেশে গুলিবিদ্ধ হয়েছেন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ট্রাম্প পেনসিলভানিয়ার বাটলারে একটি নির্বাচনী সমাবেশে ভারতীয় সময় ভোর ৪ টে নাগাদ এই ভয়াবহ হামলার শিকার হন। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই এই চাঞ্চল্যকর ঘটনার প্ররিপ্রেক্ষিতে বিশ্বের একাধিক শীর্ষ নেতৃত্ব তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

সমাবেশ চলাকালীন গুলিবিদ্ধ ডোনাল্ড ট্রাম্প (Donald Trump):

পাশাপাশি, এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর মতামত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “আমার বন্ধু, প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ওপর হামলার ঘটনায় আমি অত্যন্ত উদ্বিগ্ন। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। রাজনীতি ও গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের ভাবনা এবং প্রার্থনা আহতদের পরিবার, ও আমেরিকান জনগণের সাথে রয়েছে।”

তীব্র নিন্দা করেছেন রাহুল গান্ধী: এদিকে, এই বিষয়টির পরিপ্রেক্ষিতে লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ওপর “হত্যা”-র প্রচেষ্টার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে এই ধরণের কাজকে কঠোর ভাষায় নিন্দা করা উচিত।

আরও পড়ুন: বাজারে সবজি কিনতে গিয়েই পকেট ফাঁকা হচ্ছে মধ্যবিত্তদের! হু হু করে বাড়ছে দাম, সামনে এল কারণ

জানিয়ে রাখি যে, পেনসিলভানিয়ায় একটি সমাবেশে কানের কাছে গুলি লেগে আহত হন ট্রাম্প (Donald Trump)। এমতাবস্থায়, এই বিষয়ে চিন্তিত হয়ে রাহুল গান্ধী জানিয়েছেন, “প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টায় আমি অত্যন্ত উদ্বিগ্ন। এই ধরণের কর্মকাণ্ডের কঠোর ভাষায় নিন্দা করা উচিত।”

আরও পড়ুন: সাধারণ কিন্তু সুন্দর! রতন টাটার বাড়ির কাছে পাত্তা পাবে না মুকেশ আম্বানির অ্যান্টিলিয়াও

হামলায় বন্দুকধারীসহ ২ জন প্রাণ হারিয়েছেন: প্রসঙ্গত উল্লেখ্য যে, এই ভয়াবহ হামলার সময়ে ট্রাম্পকে (Donald Trump) লক্ষ্য করে একের পর এক কয়েক রাউন্ড গুলি চালানো হয়। তারপরেই তাঁকে দ্রুত ওই ঘটনাস্থল থেকে বের করে আনা হয়। শুধু তাই নয়, আমেরিকান পুলিশ তৎক্ষণাৎ অ্যাকশন নেয়। জানা গিয়েছে যে, ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ ২ জন ব্যক্তি এই হামলায় নিহত হয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর