আরও সস্তা গ্যাস…৫ বছর বিনামূল্যে রেশন! দেশবাসীর জন্য বিরাট ঘোষণা নরেন্দ্র মোদীর

বাংলা হান্ট ডেস্ক: লোকসভা ভোটের আগে ঢালাও দান-খয়রাতির ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ছত্তিশগড়ে (Chhattisgarh) ভোট প্রচারে গিয়ে আগামী পাঁচ বছর ৮০ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে রেশন (Free Ration) সরবরাহ করার কথা ঘোষণা করেন তিনি।

ভরা জনসভায় শনিবার প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, বিজেপি সরকার দেশের ৮০ কোটির (80 Crores) বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প আরও ৫ বছর বাড়িয়ে দেবে। মানুষের ভালবাসা এবং আশীর্বাদ সব সময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।’

উল্লেখ্য, সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। তারপরেই কয়েক মাসের মাথায় দেশজুড়ে লোকসভা ভোট (Loksabha Election)। তার আগে এই ঘোষণা কার্যত মোদীর মাস্টারস্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহল। রান্নার গ্যাসের দাম (LPG Price), বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির মধ্যে রেশন বিনামূল্যে দেওয়ার ঘোষণায় বিজেপি অনেকটাই ডিভিডেন্ড পাবে বলে মনে করা হচ্ছে।

modi

এদিকে শুক্রবারই রায়পুরের এক জনসভায় ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির ইস্তেহার প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই ইস্তেহারের নাম দেওয়া হয়েছে, ‘মোদী কি গ্যারান্টি ২০২৩’। সেই ইস্তেহারে ওই রাজ্যের মানুষের জন্য স্বাস্থ্যবীমা প্রকল্প, রান্নার গ্যাসে ভর্তুকি এবং রাজ্যের দরিদ্র মানুষকে বিনামূল্যে অযোধ্যার রামমন্দির (Ram Mandir) পরিদর্শন করানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরপর শনিবার প্রধানমন্ত্রী ছত্তিশগড়ের মাটিতে দাঁড়িয়ে গোটা দেশবাসীকে আগামী পাঁচ বছর বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করলেন।

Monojit

সম্পর্কিত খবর