‘বীরভূম হবে বেঙ্গালুরু’, বাংলায় পা রাখার আগেই বিহার থেকে বাজিমাত মোদীর

Published on:

Published on:

Narendra Modi announces Bengal infra boost

বাংলা হান্ট ডেস্কঃ আর কিছুক্ষনের মধ্যেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সফরের কেন্দ্রে দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম, যেখানে প্রথমে সরকারি সভা এবং তারপর রাজ্য বিজেপির রাজনৈতিক সভা করবেন তিনি। তার আগে বিহারের মোতিহারির মঞ্চ থেকে ফের বাংলাকে ঘিরে একাধিক প্রতিশ্রুতি দিলেন মোদী (Narendra Modi)। জলপাইগুড়িকে ‘জয়পুর’ এবং বীরভূমকে ‘বেঙ্গালুরু’র আদলে গড়ে তোলার বার্তা দিয়েছেন তিনি।

পরিকাঠামোয় জোর, গ্যাস-রেল-সেতু মিলিয়ে ৫৪০০ কোটির প্রকল্প

প্রধানমন্ত্রীর (Narendra Modi) প্রথম কর্মসূচি সরকারি, যেখানে তিনি উদ্বোধন করবেন ও শিলান্যাস করবেন একগুচ্ছ প্রকল্পের। বাঁকুড়া ও পুরুলিয়ায় গ্যাস সরবরাহ প্রকল্পের শিলান্যাস, দুর্গাপুর-হলদিয়া গ্যাস পাইপলাইনের একাংশের উদ্বোধন, পুরুলিয়া-কোটশিলা ডাবল রেললাইন এবং তোপসি ও পাণ্ডবেশ্বরে রোড ওভার ব্রিজের কাজের উদ্বোধন, সব মিলিয়ে প্রায় ৫৪০০ কোটি টাকার প্রকল্পে শিলমোহর পড়বে আজ।

বিকেলে রাজনৈতিক সভা, মোদীর (Narendra Modi)  মঞ্চ ঘিরে উত্তেজনা রাজ্য বিজেপিতে

সরকারি কর্মসূচি শেষ হওয়ার পর বিকেল ৩:৪৫ নাগাদ মোদী (Narendra Modi) মঞ্চে উঠবেন বিজেপির রাজনৈতিক সভায়। রাজ্য নেতৃত্ব এই সভাকে ঘিরে তৎপর। দিল্লির ইঙ্গিত মেনে জনসমাগমের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে প্রস্তুতি নিয়েছে তারা। অনেকের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই মোদীর এই সফর। তবে সফরের আগো সোশ্যাল মিডিয়ায় বাংলার জন্য ভালোবাসা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। জলপাইগুড়ি, বীরভূমের নাম টেনে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন মোদী (Narendra Modi)।

Narendra Modi announces Bengal infra boost

আরও পড়ুনঃ কেন মোদীর সভায় যাচ্ছেন না দিলীপ? সবটা খোলসা করলেন সুকান্ত, বললেন…

রাজনৈতিক বার্তা, না উন্নয়নমূলক প্যাকেজ? উঠছে প্রশ্ন

বিশেষজ্ঞদের মতে, এই সফর শুধুই উন্নয়নের বার্তা নয়। গ্যাস পাইপলাইন বা সেতু-রেললাইন যেমন পরিকাঠামো উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে, তেমনই মোদীর (Narendra Modi) বক্তব্যে স্পষ্ট রাজনৈতিক ছায়া। কেষ্টর জেলা বীরভূমকে “বেঙ্গালুরু”-র সঙ্গে তুলনা করা হোক বা জয়পুরের আদলে জলপাইগুড়ির প্রসঙ্গ, সবেতেই লুকিয়ে রাজনৈতিক চাবিকাঠি।