৭৯তম স্বাধীনতা দিবসে জিএসটি সংস্কারের ঘোষণা, দীপাবলীতে ‘ডাবল উপহার’ দেবেন মোদী

Published on:

Published on:

Narendra Modi announces GST reforms on 79th Independence Day

বাংলা হান্ট ডেস্কঃ ৭৯তম স্বাধীনতা দিবসে রাজধানীর ঐতিহাসিক লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন দেশের জনগণের জন্য দু’টি বড় ঘোষণা করলেন মোদী। এদিন লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিএসটি সংস্কার এবং কর্মসংস্থান প্রকল্পের কথা দেশবাসীর উদ্দেশ্যে ঘোষণা করেন।

এদিন GST নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে মোদী (Narendra Modi) স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “আমরা পরবর্তী প্রজন্মের সংস্কারের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছি। এখন সময় এসেছে GST হার পুনর্বিবেচনা করার। করের বোঝা উল্লেখযোগ্যভাবে কমানো হবে, দাম কমবে। এতে উপকৃত হবে সাধারণ মানুষ।”

দীপাবলীর ‘ডবল উপহার’ নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর (Narendra Modi)

প্রধানমন্ত্রী (Narendra Modi) এদিন আরও জানান, এই দীপাবলীতে ‘ডাবল দীপাবলি উপহার’ আসছে। তার একটি হলো GST সংস্কার। এই সংস্কারে নতুন প্রজন্মের জন্য কর কাঠামোকে সরল ও স্বস্তিদায়ক করার পরিকল্পনা রয়েছে সরকারের। রাজনৈতিক মহল মনে করছে, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যদি GST সংস্কার হয় তাহলে কর হ্রাসের ফলে অর্থনীতি ও বাজারে গতি আসবে। ক্রেতা চাহিদাও বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।

দীপাবলির আরও একটি উপহার প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রী (Narendra Modi) দেশের যুবসমাজের জন্য ১ লক্ষ কোটি টাকার ‘প্রধানমন্ত্রী বিকাশিত ভারত রোজগার যোজনা’ চালুর ঘোষণা করেন। এর আওতায় বেসরকারি খাতে প্রথম চাকরি পেলে প্রত্যেক যুবক-যুবতীকে ১৫,০০০ টাকা করে দেবে সরকার। এদিন প্রধানমন্ত্রী জানান তার এই প্রকল্পের মূল লক্ষ্য হল ৩.৫ কোটি যুবকের কর্মসংস্থান নিশ্চিত করা। মোদীর (Narendra Modi) দাবি, এই প্রকল্প শুধু কর্মসংস্থানই তৈরি করবে না, বরং বেসরকারি খাতে নিয়োগের হারও বাড়াবে।

Narendra Modi announces GST reforms on 79th Independence Day

আরও পড়ুনঃ ‘সন্ত্রাসবাদ ও পারমাণবিক হুমকি সহ্য করবে না ভারত’, লালকেল্লা থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি মোদীর

আত্মনির্ভর ভারত গড়ার ডাক মোদির (Narendra Modi)

এদিন মোদী আত্মনির্ভর ভারত গড়ার ডাক দেন। ‘মেড ইন ইন্ডিয়া’ ও ‘ভোকাল ফর লোকাল’ মন্ত্রকে বাস্তবে রূপ দিতে দেশের শিল্প ও বাজারকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। তাঁর মতে, “স্থানীয় পণ্যের প্রতি আস্থা ও ব্যবহারই ভারতকে বিকাশিত করবে।”