বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ( narendra modi) নেতৃত্বে ইতিমধ্যেই সারা ভারত (india) করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। করোনার বিরুদ্ধে সেই লড়াইকেই জোরদার করতে এবার তৈরি হল টিম মাস্ক ফোর্স (mask force)। যে দলে সৌরভ (sourav Ganguly) , সচিন( sachin Tendulkar) , দ্রাবিড় ( rahul dravid), কোহলি ( virat kohli) সহ ভারতীয় দলের খেলোয়াড়েরা একটি ভিডিও তৈরি করেছে। যা ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী।
এই ভিডিওতে বিরাট কোহলি, ক্রিকেট দলের অধিনায়ক আরও বড় দল তৈরির কথা বলছেন – টিম মাস্ক ফোর্স । তিনি বলেন,” আপনি আপনার পরিবারের সাথে আমাদের উৎসাহিত করেন। আজ, আমি আপনার পরিবারের সাথে কথা বলতে এসেছি। ভারতীয় দলের অংশ হওয়া গর্বের বিষয়। তবে আজ, আমরা একটি বড় দল তৈরি করতে যাচ্ছি, টিম মাস্ক ফোর্স।”
সাবেক ভারতীয় অধিনায়ক ও বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানান, যে ‘মাস্ক ফোর্স’ কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত অন্যান্য টাস্ক ফোর্সের মতোই হবে।
বার্তাটিকে এগিয়ে নিয়ে যান, ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মান্ধনা, তার কথায় ১৩০ কোটি ভারতীয়কে তাদের বাড়িতে একটি ‘মাস্ক ফোর্স’ গঠন করতে হবে।
ক্রিকেটার রোহিত শর্মা বলেছেন, মাস্ক ফোর্সের অংশ হতে পারা খুব সহজ। আপনাকে নিজের জন্য ঘরে কেবল একটি মুখোশ তৈরি করতে হবে, যেমন আমি নিজের জন্য তৈরি করেছি।
ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকার বলেন, 20 সেকেন্ডের জন্য হাত ধোওয়ার কথা মনে রাখবেন এবং সামাজিক দূরত্ব অনুশীলন করুন।
Aarogya Setu app is playing a vital role in containing the spread of COVID-19 infection in India. Download the @Setuaarogya app today & Watch the video to know more. #IndiaFightsCorona #SetuMeraBodyguard #StaySafe @PIB_India @PMOIndia pic.twitter.com/okjtD77Mi3
— MyGovIndia (@mygovindia) May 7, 2020
ভিডিওটি জনসাধারণের পরিষেবা ঘোষণার (পিএসএ) মাধ্যমে লোকেরা কীভাবে ঘরে বসে একটি মুখোশ তৈরি করতে শিখতে কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা আরোগ্য সেতু মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে বলে শেষ হয়েছে।